ভারতের সফল রকেট উৎক্ষেপণ
১২ জানুয়ারি ২০১৮চার মাস অপেক্ষা করতে হয়েছে৷ নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হয়েছে সফল উৎক্ষেপণের৷ শেষপর্যন্ত সাফল্য মিললো৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ৩১ টি উপগ্রহ উৎক্ষেপণ করলো ভারত৷ শুক্রবার উৎক্ষেপণের পর সাফল্যের কথা জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র বিজ্ঞানীরা৷ যদিও তারা জানিয়েছেন, আকাশে কিছু গ্রহের ভগ্নাংশের সঙ্গে রকেটটির ধাক্কা লাগার শঙ্কা দেখা দেয়ায় নির্দিষ্ট সময়ের খানিক পর রকেটটি উৎক্ষেপণ করা হয়৷ সে কারণেই নির্ধারিত সময়ের একটু পর উৎক্ষেপণের সিদ্ধান্ত নেওয়া হয় শেষমুহূর্তে৷
এর আগে আগস্ট মাসে আরেকটি রকেট মহাকাশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত৷ কিন্তু সেবার বিজ্ঞানীরা ব্যর্থ হন৷ মূলত উৎক্ষেপণ মুহূর্তে রকেটের বাইরের অংশের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই সেবার উৎক্ষেপণ সম্ভব হয়নি৷ তারপর থেকেই ইসরোর বিজ্ঞানীরা আরও একটি রকেট নিয়ে কাজ করতে শুরু করেন৷ এদিনের উৎক্ষেপণের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট মানুষেরা সাধুবাদ জানান ইসরোর বিজ্ঞানীদের৷ অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
এদিনের উৎক্ষেপণে পৃথিবীর কক্ষপথে দু’টি আবহাওয়া উপগ্রহ পাঠিয়েছে ভারত৷ বাকি ২৮টি ন্যানো উপগ্রহ অ্যামেরিকা, ক্যানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের৷ প্রতিটি উপগ্রহই ঠিক সময়ে নিজ নিজ অবস্থানে পৌঁছেছে৷
গত জুন মাসে শেষ সফল উৎক্ষেপণটি করেছিল ভারত৷ দেশের সবচেয়ে ভারী রকেটটি সেবার পাঠানো হয়েছিল মহাকাশে৷ ভারতের আশা, ভবিষ্যতে ওই রকেটে করেই মহাকাশে মহাকাশচারীও পাঠানো সম্ভব হবে৷ তা যদি হয়, তাহলে অ্যামেরিকা, চিন এবং রাশিয়ার পর ভারতই একমাত্র মহাকাশে মানুষ পাঠাতে পারবে৷
এসজি/এসিবি (এপি, টাইমস অফ ইন্ডিয়া,)