ভারতের ২০১৮ কেমন কাটলো?
বিশ্ব ময়দানে খেলোয়াড়দের সাফল্য, রাজনৈতিক বিতর্ক থেকে প্রাকৃতিক দুর্যোগ - সব মিলিয়ে ২০১৮ সালটি ভারতের জন্য ছিল কিছুটা পাঁচমিশালি৷ এই ছবিঘরে এক নজরে দেখে নিন সদ্য শেষ হওয়া বছরে ভারতের কিছু উল্লেখযোগ্য ঘটনার ঝলক৷
নড়বড়ে বিজেপি
২০১৮ সালে ভারতের মোট ৮টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে৷ ভোটাভুটির আগে থেকেই শোনা যাচ্ছিল ক্ষমতাসীন দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হয়তো আগের মতো জয়ী হবে না৷ হলোও তাই৷ ৮টি রাজ্যের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে তারা, কিন্তু ৩টিতে জয়ী হয়েছে বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে থাকা ইউপিএ জোটপ্রার্থীরা৷ আর তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে নিরপেক্ষ দল টিআরএস৷ আসন্ন লোকসভা নির্বাচনে কেমন হয় বিজেপির ফল, তা নিয়ে জনতা আগ্রহী৷
শতকের সবচেয়ে ভয়ানক বন্যা
২০১৮ সালের আগস্ট মাসে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে দেখা দেয় বন্যার পরিস্থিতি৷ প্রবল বৃষ্টিপাতের ফলে এই বন্যা কেরলে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার আকার ধারণ করে৷ বন্যার কবলে পড়ে নিহত হন ৪৮৩জন এবং ঘর ছাড়তে বাধ্য হন রাজ্যের প্রায় দশ লক্ষ মানুষ৷ ৪০,০০০ কোটি ভারতীয় রুপি মূল্যের ক্ষয়ক্ষতি হওয়ায় সরকারের পক্ষে একাধিক সাহায্য প্রকল্প চালু করা হয়৷
৩৭৭ ধারা’র অবসান!
সমকামিতার ওপর ঔপনিবেশিক আমলে জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷ এই ঐতিহাসিক রায়ের ফলে সংবিধানের ৩৭৭ ধারার একটি অংশ, যা এতদিন সমলিঙ্গের মানুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করতো, তা রদ করা হয়৷
অন্য বিশ্বকাপে বিজয়!
২০১৮ সালের দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছে ভারতীয় দল৷ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জয়ী হয় ভারত৷ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা - এই বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলা শেষ চারটি দলই দক্ষিণ এশিয়ার৷
শবরীমালায় নারীর প্রবেশ
সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট ঘোষণা করে, কেরলের শবরীমালার পর্বত চূড়ার আইয়াপ্পা মন্দিরে সব বয়সের সব নারীর প্রবেশাধিকার তাঁদের সাংবিধানিক অধিকার৷ কিন্তু প্রচলিত প্রথা এবং ধর্মবিশ্বাস অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সি ঋতুমতী নারীদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কারণ, আইয়াপ্পা একজন চিরকুমার দেবতা৷ ফলে, প্রার্থনাস্থলে ঋতুমতী নারী প্রবেশ করলে আইয়াপ্পার কৌমার্য ভঙ্গ হবে৷
শহরের নাম বদল!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল, বিজেপি দেশজুড়ে বিভিন্ন শহরের নাম বদল করেছে গত বছরে৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে ‘প্রয়াগরাজ' ও ফৈজাবাদকে বদলে ‘অযোধ্যা' করার ঘোষণা করেছেন৷ উল্লেখ্য, যে শহরগুলির নাম পরিবর্তন করা হচ্ছে, সেই নামগুলির রয়েছে মুসলিম শিকড়৷ এই ইতিহাস বদলের অজুহাতে নাম বদলে ব্যস্ত বর্তমান বিজেপি সরকার৷
কৃষকরা কাঁপালেন রাজপথ
ফসলের ন্যায্য দাম ও ঋণ মকুবের দাবিতে ২০১৮ সালে চারবার পথে নেমেছে ভারতের ২০০টি কৃষক সংগঠন৷ পরিসংখ্যান বলছে, দেশের অর্ধেক জনসংখ্যা কৃষিসম্বন্ধিত কাজের সাথে জড়িত, অথচ দেশের মোট আয়ের মাত্র ১৫ শতাংশ আসে এই ক্ষেত্র থেকে৷ এই ব্যবধানের কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলেছেন অনুন্নত কৃষিনীতির কথা৷ ফলে, অধিকারের দাবি নিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন প্রায় দেড় লক্ষ কৃষক৷
দশেরা দেখতে গিয়ে দুর্ঘটনা!
অক্টোবর মাসে অমৃতসরের কাছে জোদা পাটক এলাকায় দশেরা উৎসব পালনের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন কয়েকশ’ মানুষ৷ রেললাইনের পাশে তখন রাবণের কুশপুতুল দাহ করা হচ্ছিল৷ হঠাৎ দ্রুত বেগে ছুটে এসে মানুষের ওপর দিয়েই চলে যায় ট্রেন৷ প্রত্যক্ষদর্শীরা বলেছেন, লোকজন রেললাইনের উপর দাঁড়িয়ে মোবাইলে রাবণের পুতুল পোড়ানোর দৃশ্য বন্দি করছিলেন৷ ঘটনায় প্রাণ হারান ৫৯জন, আহত ৯০৷
নারী খেলোয়াড়দের জয়যাত্রা
ক্রিকেট, জিমন্যাস্টিক্স, বক্সিং, ব্যাডমিন্টন বা অ্যাথলেটিক্স- সব খেলাতেই ২০১৮ সালে নজর কেড়েছেন ভারতীয় নারীরা৷ এ বছরের শিরোনামে বারবার উঠে এসেছেন মেরি কম, দীপা কর্মকার, মিতালি রাজ, হিমা দাস, পিভি সিন্ধু ও সানিয়া নেহওয়াল তাঁদের অসাধারণ পারফরম্যান্সের কারণে৷
বিশ্বের সর্বোচ্চ মূর্তি
৫৯৭ ফুট উঁচু ‘একতা মূর্তি’ তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবর মাসে৷ দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে উন্মোচিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এই মূর্তিটি৷ মূর্তিটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের৷
একের পর এক সেলিব্রেটি বিয়ে
২০১৮ সালে বিয়ে করেছেন ভারতের একাধিক ‘হেভি ওয়েট’ তারকারা৷ রণবীর সিং-দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস বা শিল্পপতি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি ও শিল্পপতি আনন্দ পিরামল- ভারতসহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছে এই বিখ্যাত জুটিগুলির বিয়ের খবর৷
ভারত হারালো যাদের...
২০১৮ সালে ভারত হারিয়েছে তার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নাগরিককে৷ চলচ্চিত্র জগত হারিয়েছে সুপ্রিয়া দেবী, শ্রীদেবী ও মৃণাল সেনের মতো মানুষদের৷ দুই বাংলায় জনপ্রিয় কন্ঠশিল্পী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ও মারা গেছেন বছরের শেষ মাসে৷ একই বছরে ভারত হারিয়েছে অটলবিহারী বাজপেয়ী, সোমনাথ চট্টোপাধ্যায়, করুণানিধি’র মতো রাজনৈতিক ব্যক্তিত্বকেও৷
সাংবাদিক হত্যা এবছরও অব্যাহত
২০১৭ সালে ভারতে হত্যা করা হয় সাংবাদিক গৌরী লঙ্কেশকে৷ সাংবাদিকদের কন্ঠরোধ করার এই প্রবণতা ২০১৮ সালেও থামেনি৷ জুন মাসে ভারতের কাশ্মীরে প্রকাশ্যে হত্যা করা হয় সাংবাদিক সুজাত বুখারিকে৷ ডয়চে ভেলে’র সাবেক প্রতিনিধি বুখারির হত্যার নিন্দা জানায় ভারতসহ বিশ্বের একাধিক সংবাদসংস্থা৷