ভারতে অসহিষ্ণুতা
৬ ডিসেম্বর ২০১৫ডিডাব্লিউ: ভারত কি সত্যিই আরো অসহিষ্ণু হয়ে উঠছে, নাকি পুরোটাই একটা মিডিয়া হাইপ?
শকুন্তলা বানাজি: এটা সত্যি যে, দঙ্গল বেঁধে মারা, অনলাইন ও অফলাইন প্রতিহিংসা, অসহিষ্ণু, আগ্রাসী আচরণের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ইত্যাদির ঘটনা গত এক বছরে খুব বেড়েছে৷
ভারতে অসহিষ্ণুতা সম্পর্কে দেশি ও বিদেশি মিডিয়ায় কী ধরনের বিবরণ দেওয়া হচ্ছে?
ভারতীয় অথবা ইংরেজি ভাষায় ভারতের মেইনস্ট্রিম মিডিয়া একটা বড় ভূমিকা নিয়েছে৷ অনেক মিডিয়া আউটলেট অসহিষ্ণু আচার-আচরণে বিশেষভাবে সম্পৃক্ত, বিশেষ করে সেই সব সাংবাদিকদের বিরুদ্ধে যারা ‘‘এনকাউন্টার কিলিং'', নির্মমতা, দাঙ্গা ও দুর্নীতির প্ররোচনা ইত্যাদির ক্ষেত্রে নির্দেশ কোথা থেকে এসেছে অথবা কে দিয়েছে, এই সব নিয়ে অনুসন্ধান করছেন৷ এই সব ইস্যুকে ‘হাইপ' না দিয়ে, সে বিষয়ে আলোচনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে ‘‘বিদেশে ভারতের ভাবমূর্তির'' দোহাই দিয়ে৷ যে সব সাংবাদিক সমালোচনা করেন অথবা নিজেদের সততা বজায় রাখেন, তাদের ছাঁটাই করা হয়, অথবা মালিক ও সম্পাদকরা তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন৷
ভারতে অনৈক্য কি একটি সামাজিক সমস্যা, নাকি তার অন্যান্য অর্থনৈতিক কারণও আছে?
ভারত জুড়ে যে সব সংঘাত ও নিপীড়ন চলেছে, তার কারণ সামাজিক এবং অর্থনৈতিক৷ গ্রামাঞ্চল ও শহরাঞ্চল মিলিয়ে প্রায় ৫০ কোটি মানুষের জন্য বুনিয়াদি অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে না পারা; আরো ৩০ কোটি মানুষকে এমন চরম দারিদ্র্য ও অধিকারহীনতায় রেখে দেওয়া যে, অনন্ত শ্রম, এমনকি শিশুশ্রম দিয়েও দু'বেলা পেট ভরানো সম্ভব হয় না – এটা শুধু কোনো একক সরকারের ব্যর্থতা নয়, এটা বিগত কয়েক দশক ধরে একের পর এক সরকারের ব্যর্থতা – সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অর্থ সংস্থার দায়িত্ব, যারা অর্থনৈতিক কাঠামো বদলের শর্ত দিয়ে এসেছে, বেসরকারি মালিকানা বাড়ানোর তাগিদ দিয়ে এসেছে৷
...(অপরদিকে) ‘‘মেক ইন ইন্ডিয়া''-র মতো বিভিন্ন অভিযান (অসহিষ্ণু আচরণকে) জাতীয়তাবাদ ও দেশপ্রেমের নামান্তর হিসেবে এক ধরনের বৈধতা দিয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির কাছে, যারা বিজেপি ও মোদীকে সমর্থন করে থাকে৷....কাজেই গরিবির উল্লেখ করাটাই জাতীয়তা-বিরোধী; যারা আদিবাসীদের জমি নিয়ে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীদের দেয়, তারাই হলো দেশপ্রেমী!
ভারতে অসহিষ্ণুতা বৃদ্ধির কারণ পাকিস্তানে ইসলামি জঙ্গিবাদের উত্থান, এ কথা বলা কি ঠিক?
না, আমি ঐ বিশ্লেষকদের সঙ্গে একমত নই৷....পাকিস্তানে ইসলামি জঙ্গিবাদের উত্থান ঘটেছে একটা সম্পূর্ণ আলাদা ভূরাজনৈতিক আঙ্গিকে, এবং তার ফলে সরলমনা আন্তর্জাতিক মিডিয়া ভারতে হিন্দুত্ববাদী জঙ্গিবাদের উত্থান ও তার ফলশ্রুতি সম্যক উপলব্ধি করতে পারেনি৷
শকুন্তলা বানাজি লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ডিপার্টমেন্ট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস-এর লেকচারার৷