1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাদব দোষী, অন্যান্যরা নির্দোষ!

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
২৭ ডিসেম্বর ২০১৭

পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে গেলেন আরজেডি ‘সুপ্রিমো' লালু প্রসাদ যাদব৷ অন্যদিকে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলায় ছাড়া পেয়ে গেলেন তৎকালীন টেলিকম মন্ত্রী এ. রাজা ও ডিএমকে সাংসদ কানিমোড়ি৷

https://p.dw.com/p/2pxl4
লালু যাদব
ছবি: imago/Hindustan Times

পশুখাদ্য কেলেঙ্কারি তদন্তের থাবা কুড়ি বছর ধরে তাড়া করে চলেছে অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলেরর প্রধান লালু প্রসাদ যাদবকে৷ তদন্ত শুরু হতেই লালু প্রসাদকে ইস্তফা দিতে হয় ১৯৯৭ সালে৷ পশুখাদ্য এবং গবাদি পশুর ওষুধ-পত্র কেনার ভুয়ো বিল দেখিয়ে দেওঘর ট্রেজারি থেকে ৮৫ কোটি টাকা তছরুপ করার মামলায় লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) রাঁচির বিশেষ আদালত৷ সঙ্গে সঙ্গে তাকে জেলেও পাঠানো হয়৷ তবে তার কারাদণ্ডের মেয়াদ কত দিনের হবে তা জানা যাবে আগামী ৩রা জানুয়ারি৷ ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর, চাঁইবাসার মতো বিভিন্ন ট্রেজারি থেকে টাকা লোপাটের অভিযোগে একাধিক মামলা ঝুলছে লালু প্রসাদসহ অন্যান্য মন্ত্রী আমলার বিরুদ্ধে৷ দেওঘর ট্রেজারি থেকে এই টাকা তছরুপ করার অভিযোগে দায়ের করা ঐ মামলায় মোট অভিযুক্ত ৩৪ জন৷ এদের মধ্যে ছিলেন বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র৷ তিনি অবশ্য বেকসুর খালাস পেয়ে যান৷ মুক্তি পান আরও পাঁচজন অভিযুক্ত৷

এর আগে ২০১৩ সালে চাঁইবাসা ট্রেজারি থেকে টাকা নয়ছয় করার অভিযোগে লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দেন বিশেষ সিবিআই আদালত৷ দণ্ডিত আসামি বলে তিনি আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না৷ চাঁইবাসা ট্রেজারি মামলায় দণ্ডিত হওয়ার পর, রাঁচি হাইকোর্ট লালু যাদবের বিরুদ্ধে ঝুলে থাকা পশুখাদ্য সংক্রান্ত একই ধরনের অন্য মামলাগুলি রদ করার নির্দেশ দেয়৷ এই নির্দেশের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে যায়৷ এ বছরের মে মাসে সুপ্রিম কোর্ট লালু প্রসাদের জামিন মঞ্জুর করলেও রাঁচি হাইকোর্টের নির্দেশ খারিজ করে রায় দেয় যে, পশুখাদ্য কেলেঙ্কারির অন্যসব মামলার বিচার হবে পৃথকভাবে৷

এই রায়কে ঘিরে বিহার তথা গোটা দেশে শুরু হয় লালুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা৷ কংগ্রেস পার্টি বলেছে, তারা লালু এবং তার আরজেডি দলের পাশেই থাকবে৷ বিজেপি একে কটাক্ষ করেছে দুর্নীতিগ্রস্তদের জোট বলে৷ কেন্দ্রীয় মন্ত্রী জে.পি নাড্ডা মন্তব্য করেছেন, কংগ্রেস আর আরজেডি আঁতাত করে দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করছে, যা কিনা আদালতের রায় থেকেই স্পষ্ট৷ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি মন্তব্য করেন, ফৌজদারি মামলা এবং রাজনৈতিক জোট দু'টি ভিন্ন বিষয়৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লালু প্রসাদ যতবারই জেলে গেছেন, ততবারই রাজনৈতিক পুঁজি বেড়েছে তার৷

২০১৩ সালে জেল থেকে জামিন পাবার পর, ২০১৫ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে লালুর দল একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়৷ তৈরি হয় আরজেডি, সংযুক্ত জনতা দল (জেডি ইউ) এবং কংগ্রেস মিলে মহাজোট৷ বিহারে গঠিত হয় সেই মহাজোটের সরকার৷ মুখ্যমন্ত্রী হন সংযুক্ত জনতা দলের নীতীশ কুমার, যদিও সেই মহাজোট বেশিদিন টেকেনি৷ লালু যাদব রেলমন্ত্রী থাকাকালীন তার এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত শুরু করলে সরকারে ভাঙন দেখা দেয়৷ মন্ত্রিসভায় লালু যাদবের ছেলে তেজস্বী যাদব ছিলেন উপ-মুখ্যমন্ত্রী৷ দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে বলায় তিনি রাজি হন না৷ ফলত আরজেডি-র সমর্থন ঝেড়ে ফেলতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দ্রুত বিজেপি শিবিরের সঙ্গে হাত মেলান৷ বিজেপির সমর্থন নিয়ে বিহারে এখন জেডি ইউ-বিজেপি সরকার৷

তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত, অভিযুক্ত হলেই রাজ্য রাজনীতির ‘ক্যানভাস' থেকে লালু যাদবের মতো পোড়া খাওয়া রাজনীতিককে এত তাড়াতাড়ি মুছে ফেলা যাবে না৷ তাই আরজেডি নেতা-কর্মীদের আশা, ২০১৯ সালে সাধারণ নির্বাচনে লালুর জেলযাত্রার ইতিবাচক প্রতিফলন দেখা যাবে৷ আরজেডি-র ভোট ব্যাংক হবে চাঙ্গা৷

ছাড়া পেয়ে গেলেন কানিমোড়ি...
ছবি: picture-alliance/dpa

অন্যদিকে ২০১২ সালে মনমোহন সিং-এর নেতৃত্বাধীন কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে ওঠে টু-জি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির অভিযোগ৷ বলা হয়, ঐ কেলেঙ্কারিতে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়৷ মনমোহন সিং মন্ত্রিসভার টেলিকম মন্ত্রী এ. রাজা এবং ডিএমকে দলের সাংসদ কানিমোড়িকে গ্রেপ্তার করা হয়৷ সাত বছর ধরে শুনানির পর গত ২১শে ডিসেম্বর বিশেষ আদালতে৷ রাজা ও কানিমোড়িসহ ৩৫ জনকে নির্দোষ বলে বেকসুর খালাস করে দেওয়া হয়৷ বিচারপতি তাঁর রায়ে মন্তব্য করেন, সিবিআই তার চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণই করতে পারেনি৷ সব অভিযোগই মনে হয়েছে যেন অনুমান, গুজব আর জনাবেগের ভিত্তিতে আনা হয়েছে৷ উল্লেখ্য, টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি গুজরাট নির্বাচনের পর মোদী সরকারের জন্য একটা বড় ধাক্কা৷ এই সুযোগে বিজেপিকে কোণঠাসা করার মওকা হাতছাড়া করতে চাইছেন না কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর মন্তব্য, টু-জি স্পেকট্রাম কাণ্ডে এ. রাজা, কানিমোড়ি এবং অন্যান্যরা নির্দোষ সাব্যস্ত হওয়ায় বিজেপির মিথ্যাচারের ছবিটাই স্পষ্ট হয়েছে৷তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য এর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি৷ সিপিএম-এর মন্তব্য, এই রায় জবাবের চেয়ে প্রশ্ন তুলেছে বেশি৷ আর দিল্লির রাজনৈতিক মহলের প্রশ্ন – দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর ডিএমকে দলের বয়োবৃদ্ধ নেতা অসুস্থ করুণানিধিকে প্রধানমন্ত্রী মোদীর দেখতে যাওয়া কি আগামী সংসদীয় নির্বাচনে ডিএমকে-র সঙ্গে বিজেপি-র হাত মেলানোর ইঙ্গিত?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য