শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ব়্যালিতে সংঘর্ষ, প্রাণহানি
১৩ আগস্ট ২০১৭মার্কিন যুক্তরাষ্ট্রের শার্লটসভিলে সহিংস সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বর্তমানে নিউ জার্সিতে নিজের গল্ফ ক্লাবে ‘ওয়ার্কিং হলিডে' কাটানো ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এটা অনেক পক্ষ থেকে ঘৃণা, গোঁড়ামি এবং সহিংসতার গুরুতর প্রদর্শনী৷''
‘‘আমাদের দেশে এখন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটছে৷ তাই যখন আমি শার্লটসভিলকে দেখি, তখন আমার খুব খারাপ লাগে'', যোগ করেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে, ‘‘তাদের মনে রাখতে হবে যে তারা সবাই সবার আগে অ্যামেরিকান৷''
এদিকে, শার্লটসভিলের ঘটনার নিন্দা জানাতে গিয়ে সবপক্ষকে দোষারপ করায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে৷ বিরোধী দলের পাশাপাশি তাঁর নিজের দলের সদস্যরাও তাঁর বক্তব্যের নিন্দা জানিয়েছেন৷ মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্য এডাম শিফ বলেছেন, ‘‘ট্রাম্পের উচিত শ্বেতাঙ্গ আধিপত্যের বিষাক্ত পুনরুত্থানের বিরুদ্ধে কথা বলা৷ এখানে ‘অনেক পক্ষ' বলে কিছু নেই, আছে শুধু ঠিক এবং ভুল৷''
রিপাবলিকান দলের সদস্য করি গার্ডনার টুইটারে লিখেছেন, ‘‘ট্রাম্পের উচিত শয়তানদের তাদের নাম ধরে ডাকা৷ তারা ছিল শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং ওটা ছিল অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঘটনা৷''
ভার্জিনিয়ার মেয়র টেরি ম্যাকঅলিফ শনিবারের সহিংসতার নিন্দা জানিয়ে প্রতিবাদকারীদের ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন৷ তিনি সাংবাদিকদের বলেন, ‘‘যেসব শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং এবং নাৎসি আজকে শার্লটসভিলে এসেছেন, তাদের জন্য আমার একটি বার্তা রয়েছে৷ দয়া করে ঘরে ফিরে যান এবং কখনো ফিরে আসবেন না৷ আপনার ঘৃণা এবং গোঁড়ামি সঙ্গে নিয়ে যান৷ এ সবের এখানে কোনো জায়গা নেই৷''
প্রসঙ্গত, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে অবস্থান নেয়া প্রতিবাদকারীদের মিছিলের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় কমপক্ষে এক ব্যক্তি নিহত এবং ১৯ জন আহত হন৷ ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়ির আশেপাশ থেকে মানুষ ছিটকে যাচ্ছেন৷ একজনকে দু'টি গাড়ির মধ্যে আটকে যেতেও দেখা গেছে৷ পুলিশ ইতোমধ্যে গাড়িটির সম্ভাব্য চালককে গ্রেপ্তার করেছে৷ এছাড়া, এই ঘটনার কয়েক ঘণ্টা পর, পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন৷ হেলিকপ্টারটি শার্লটসভিলের ঘটনা পর্যবেক্ষণ করছিল৷
উল্লেখ্য, শার্লটসভিলের একটি পাবলিক পার্ক থেকে ‘কনফেডারেট' জেনারেল রিবার্ট ই. লি-র ভাস্কর্য সরিয়ে নেওয়া নিয়ে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং সাধারণ প্রতিবাদকারীদের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটে৷ জাতীয়তবাদীরা মনে করেন, ভাস্কর্যটি সে অঞ্চলের ঐতিহ্যের প্রতীক৷ তবে বিরোধীরা বলছেন, ভাস্কর্যটি স্পষ্টতই বর্ণবাদী দাসত্বের প্রতীক৷ কেননা, লি দাসপ্রথা ধরে রাখতে যুদ্ধ করেছিলেন৷
এআই/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)