1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পানি সংকট

২৩ মার্চ ২০১২

বাংলাদেশের রাজধানী ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ৩ থেকে সাড়ে ৩ মিটার হারে নীচে নেমে যাচ্ছে৷ এর ফলে, আরো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মাটির স্তর৷ আর এতে রাজধানীর উপরিভাগ ভারসাম্যহীন হয়ে পড়ছে৷

https://p.dw.com/p/14PEK
ছবি: AP

ঢাকায় ব্যবহারের উপযোগী পানির মূল উৎস ভূগর্ভস্থ পানি৷ প্রতিদিন ঢাকা ওয়াসার ৭৪টি গভীর নলকূপ বিরামহীনভাবে পানি তুলছে মাটির নীচ থেকে৷ নাগরিক চাহিদা মেটাতে ওয়াসা গড়ে প্রতিদিন ২১০ কোটি লিটার পানি সরবরাহ করছে৷ আর এর ৯০ ভাগই ভূগর্ভস্থ পানি৷ আর এই পানির চাহিদা দিন দিন বাড়ছে৷ কিন্তু পানির তেমন কোন বিকল্প উৎস নাই৷ আর সে জন্য ওয়াসার গভীর নলকূপগুলো প্রায় প্রতিবছরই নতুন করে বসাতে হয়৷ কারণ একছরের বেশি একই গভীরতায় পানি পাওয়া যায়না৷ নলকূপের গভীরতা বাড়াতে হয়৷

Bangladesch Überschwemmungen
বন্যার ফলেও ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশছবি: picture-alliance/dpa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন আখতার জানান, ‘‘ভূগর্ভ থেকে যেভাবে খনিজ পদার্থ তোলা হয়, এখন সেই প্রক্রিয়ায় ভূগর্ভ থেকে পানিও তোলা হচ্ছে৷ কারণ ভূগর্ভ থেকে সাধারণভাবে যে পানি তোলা হয়, তা স্বাভাবিক প্রক্রিয়ায় পূরণ হচ্ছেনা৷ আশপাশের জলাধার ভরাট হওয়াতেই এমনটি ঘটছে৷ আর বৃষ্টির পানিতেও পুরেপুরি কাজ হচ্ছেনা৷ তিনি জানান, এই ভূগর্ভস্থ পানির স্তর শুধু ঢাকা শহরেই নীচে নামছে তা নয়, ঢাকার বাইরেও নামছে৷ তবে ঢাকা শহরে নীচে নামার হার বেশি৷ তিনি বলেন, এর পেছনে নানা কারণ থাকতে পারে৷ তবে প্রধান কারণ হল মাত্রাতিরিক্তভাবে ভূগর্ভের পানি তুলে ফেলা৷''

বাংলাদেশের অধিকাংশ ভূমি নবীন পলিমাটি দিয়ে গঠিত৷ অধ্যাপক ড. হুমায়ূন আখতার বলেন, ভূগর্ভের পানি নীচে নামার ফলে ঢাকা শহরও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে৷ তিনি জানান, ঢাকার পলিমাটির নীচে আছে বালুর স্তর৷ আর সেই স্তরেই আটকে থাকে পানি৷ এই পানি তুলে ফেললে বালু নীচে নেমে যায়৷ আর তার ফলে যে ফাঁকা জায়গা তৈরি হয়, তা ভরাট করতে মাটির আরো গভীরে নেমে যাচ্ছে ঢাকাও৷ তার ফলে ঢাকার উপরিভাগে একধরণের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে৷

ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর একই গভীরতায় নেই৷ ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, এলাকা ভেদে এর গভীরতা ২০ মিটার থেকে ৮০ মিটার৷ এটাই ভারসাম্যহীনতার বড় প্রমাণ বলে মনে করেন বিশ্লেষকরা৷ তাঁদের মতে, ভূগর্ভের পানির ব্যবহার নিয়ন্ত্রণে এনে উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য