ভূমধ্যসাগর থেকে ১০৯ জন উদ্ধার
১৮ সেপ্টেম্বর ২০১৯লিবিয়ার উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়৷
একটি অভিযানে কাঠের নৌকায় থাকা ৪৮ জনকে তীরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে৷
অন্য অভিযানে একটি রাবার নৌকা উদ্ধার করা হয়৷ সেখানে ৬১ জন যাত্রী ছিলেন৷ এদের মধ্যে কয়েকজন নারী, শিশু ছাড়া একজন নবজাতকও রয়েছে৷
মাল্টার সিদ্ধান্ত পরিবর্তন
ইটালির কোস্টগার্ডের একটি নৌকা সম্প্রতি তাদের এলাকা থেকে ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷
মাল্টা তাদের গ্রহণ করবে বলে মঙ্গলবার জানিয়েছে৷
তবে এর আগে মাল্টা বলেছিল, যে এলাকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে তার সবচেয়ে কাছের দ্বীপ হচ্ছে ইটালির লাম্পেদুসা৷ সুতরাং সেখানেই তাদের নিয়ে যাওয়া উচিত৷ এই কথা বলায় মাল্টার সঙ্গে ইটালির দ্বন্দ্ব দেখা দিয়েছিল৷
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার জানান, উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ইটালিতে পৌঁছা অভিবাসনপ্রত্যাশীদের ২৫ শতাংশকে জার্মানি গ্রহণ করবে৷
জেডএইচ/কেএম (রয়টার্স, ডিপিএ)