1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

ভয়াবহ ‘বম্ব সাইক্লোনে’র আশঙ্কায় অ্যামেরিকা

২৩ ডিসেম্বর ২০২২

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে ৫০ ডিগ্রি পর্যন্ত৷ নষ্ট হতে পারে ক্রিসমাসের আনন্দ৷

https://p.dw.com/p/4LLfq
অ্যামেরিকায় শৈত্যপ্রবাহ
ছবি: John Haeger/Standard-Speaker/AP/dpa/picture alliance

যুক্তরাষ্ট্রের বহু জায়গাতেই বরফ পড়তে শুরু করেছে৷ কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বম্ব সাইক্লোন আসছে দেশে৷ যার ফলেতাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাবে৷ প্রবল তুষারপাত হবে৷ যার জেরে জনজীবন বিঘ্ন ঘটতে পারে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে সতর্ক করে দিয়েছেন৷ জানিয়েছেন, এই বরফপাত প্রতি ক্রিসামাসের মতো নয়, যা নিয়ে শিশুর সঙ্গে খেলা যায়৷ ভয়াবহ তুষারপাত হতে চলেছে৷

আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুই থেকে চার ফুট পর্যন্ত বরফ পড়তে পারে৷ ক্ষতিগ্রস্ত হতে পারেন ১৯ কোটি অ্যামেরিকাবাসী৷ বস্তুত, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩ কোটি ৫০ লাখ৷ অর্থাৎ, প্রায় অর্ধেক মার্কিননিবাসী আক্রান্ত হবেন বম্ব সাইক্লোনে৷

আবহাওয়া অফিস জানিয়েছে, অ্যামেরিকা-ক্যানাডা সীমান্ত অঞ্চল এই সাইক্লোনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ মনটানা, ডাকোটাস, নেবরাস্কার মতো অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে৷ ওই অঞ্চলগুলিতে ভয়াবহ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে৷ মধ্য-পশ্চিম অঞ্চল, গ্রেট লেক অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলেও শনিবার প্রবল বরফপাত হতে পারে৷

প্রশাসনজানিয়েছে, আচমকাই এই প্রবল ঠান্ডায় ফ্রস্টবাইট পর্যন্ত হতে পারে৷ ফলে সকলকে অত্যন্ত সাবধান থাকতে হবে৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো৷ প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে বলেও জানানো হয়েছে৷

বিশ্ব উষ্ণায়নের জেরে চলতি বছরেই তাপপ্রবাহ দেখেছে অ্যামেরিকা৷ এবার দেখবে শৈত্যপ্রবাহ৷ একধাক্কায় এতটা তাপমাত্রা নেমে যাওয়ার ঘটনা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)