1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধুচন্দ্রিমা নয়, আপাতত একান্তে সময় কাটানো

১ মে ২০১১

কেট মিডলটন আর প্রিন্স উইলিয়ামের বিবাহপর্ব ঠিকঠাক সম্পন্ন হল শুক্রবার৷ এই নিয়ে ব্যাপক আলোচনার পর এবার ইস্যু হানিমুন মানে মধুচন্দ্রিমা৷ এই নব দম্পতি অবশ্য আপাতত যাচ্ছেন না হানিমুনে৷

https://p.dw.com/p/1171l
বাপারাজ্জিদের অনুরোধ করেছেন তাঁদেরকে অনুসরণ না করতেছবি: dapd

কেন? ব্রিটেনের প্রিন্সকে সপ্তাহের শুরুতেই কাজে যোগ দিতে হবে৷ খোঁজ এবং উদ্ধার হেলিকপ্টারের চালক তিনি৷ বিয়ের পর পরই ফিরতে হচ্ছে সেই কাজে, উইলিয়ামকে৷ অবাক হচ্ছেন নাতো, বিয়ের দু'দিন পরেই রাজপুত্রকে ফিরতে হচ্ছে কাজে! জি, ঘটনা সত্য৷

তাই হানিমুন পরিকল্পনা স্থগিত থাকলেও দু'জনে কিন্তু সপ্তাহান্তটা একান্তেই কাটাচ্ছেন৷ এজন্য ব্রিটেনের এক গোপন জায়গা বেছে নিয়েছেন তাঁরা৷ শনিবার বাকিংহাম প্রাসাদ থেকে সেই গন্তব্যে উড়াল দেন কেট এবং উইলিয়াম৷ হেলিকপ্টারে যাত্রার আগে কেট ছিলেন নীল পোশাকে আর উইলিয়াম হালকা নীল শার্টের সঙ্গে বাদামি প্যান্ট৷ একান্তে সপ্তাহান্ত কাটাতে যাওয়ার আগে মিডিয়ার প্রতি তাদের অনুরোধ ছিল, দয়া করে আমাদেরকে অনুসরণ করো না৷

Flash-Galerie Kate und William Hochzeit 29.04.2011
বিয়ের পরপরই রাজপথে নেমেছেন উইলিয়াম ও ক্যাথরিনছবি: AP

এদিকে, কেট-উইলিয়ামের বিয়ের দিন ইন্টারনেটে ক্লিক বেড়ে গিয়েছিল কয়েকগুণ বেশি৷ শুক্রবার বিসিবি'র ওয়েবসাইটের গতি কিছু সময়ের জন্য বেশ কমে যায়৷ সিএনএন জানিয়েছে, এটি ছিল ইন্টারনেট হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ষষ্ঠ বড় খবর৷ আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইটগুলোতে শুক্রবার দিনের শুরুতে মিনিট প্রতি ক্লিক ছিল তেপ্পান্ন লাখ করে৷ কেট-উইলিয়াম-এর এই রেকর্ড ২০০৮ সালে ওবামার নির্বাচনের খবরকেও পিছিয়ে দিয়েছে৷

ও হ্যাঁ, ব্রিটেনের রাজ পরিবারের এই নব দম্পতি পরবর্তীতে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তা প্রকাশ করা হচ্ছে না৷ তবে, এতটুকু নিশ্চিত যুক্তরাজ্যের বাইরে কোথাও হবে তাদের এই একান্ত আয়োজন৷ সেক্ষেত্রে ব্রিটিশ গণমাধ্যমে ধারণার তালিকায় ঘুরে ফিরে দুটি দেশের কথা আসছে, অস্ট্রেলিয়া অথবা রোমানিয়া৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য