1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা

২৩ মার্চ ২০১১

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংকট সৃষ্টি হলে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান৷

https://p.dw.com/p/10gAG
লিবিয়া সীমান্তে বাংলাদেশিরা, নিরাপদ আশ্রয়ের সন্ধানেছবি: dapd

ড. রহমান এজন্য বিদেশে বিকল্প শ্রমবাজার খোঁজার তাগিদ দিয়েছেন৷ আর ফিরে আসা শ্রমিকদের জন্য বলেছেন বিকল্প কর্মসংস্থানের কথা৷

বাংলাদেশের প্রায় ৮০ লাখ জনশক্তি বিদেশে কাজ করেন৷ এর প্রায় ৭০ ভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন৷ লিবিয়ার পর এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার ঢেউ শুরু হয়েছে৷ আর এই সংকট যদি সৌদি আরবসহ আরো কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে, তা বাংলাদেশের জন্য চরম সংকটময় পরিস্থিতির সৃষ্টি করবে৷ যা ডয়চে ভেলেকে জানান জনশক্তি রফতানিকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী৷

বিদেশে কর্মরত বাংলাদেশিরা গড়ে প্রতিবছর ১১ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা পাঠান দেশে৷ আর এর ৬০ ভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, যদি এই সংকট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সত্যিই ঘনীভূত হয়, তবে তা রেমিটেন্সের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে৷ শুধু তাই নয়, ফিরে আসা বেকার শ্রমিকদের কারণে সৃষ্টি হবে সামাজিক সংকট৷ এজন্য তিনি জনশক্তি রফতানির নতুন বাজার খোঁজার পাশাপাশি ফিরে আসা শ্রমিকদের জন্য দেশেই বিকল্প কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেন৷

বায়রার মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যের মত বিকল্প শ্রমবাজার তৈরি করা এই মুহূর্তে প্রায় অসম্ভব৷ কারণ ইউরোপের বাজারে যে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে, সেই জনশক্তি তৈরি করতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন