‘মধ্য আয়ের দেশে পরিণত হতে প্রস্তুত বাংলাদেশ’
২ অক্টোবর ২০১২ফ্রান্স, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র সফর শেষে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন৷ কথা বলছেন জার্মান ব্যবসায়ীদের সঙ্গে৷ আলাপ করছেন বাংলাদেশে যারা বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন অথবা করতে ইচ্ছুক, তাঁদের সঙ্গেও৷
এর উদ্দেশ্য মূলত একটাই৷ বাংলাদেশকে ‘লেস ডেভেলপ্ড কান্ট্রি' এলডিসি বা স্বল্প উন্নত দেশের তকমা থেকে ‘মিডল ইনকাম কান্ট্রি' বা মধ্য আয়ের দেশে পরিণত করা৷ বাণিজ্য সচিবের কথায়, ‘‘২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে প্রস্তুত বাংলাদেশ৷'' তাই এটাকে আর স্বপ্ন নয়, ভবিষ্যতের জন্য একটি ‘ভিশন' বলতেই পছন্দ করেন তিনি৷
আর সেটা হবে নাই বা কেন? বাংলাদেশে এখন বাৎসরিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ৷ তার ওপর একদিকে যেমন রয়েছে সস্তা শ্রমের বাজার, তেমনই অন্যদিকে বাংলাদেশের ৬০ শতাংশ মানুষের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ অর্থাৎ জনশক্তির ক্ষেত্রে বাংলাদেশ অন্য বহু দেশের থেকে অনেকটাই এগিয়ে৷
তবে আগামীতে পরবর্তী এই ধাপটির জন্য বাংলাদেশের যে প্রযুক্তিগত সাহায্য প্রয়োজন, প্রয়োজন শুধু বায়না-ভিত্তিক উৎপাদন নয়, নিজস্ব ডিজাইনে ‘হাই-এন্ড প্রোডাক্ট' তৈরি করা – সেটাও খুব ভালোভাবেই উপলব্ধি করেন মো. গোলাম হোসেন৷
আর সে জন্যই ইউরোপ তথা জার্মানির বিভিন্ন সাহায্য প্রতিষ্ঠান এবং বাণিজ্য প্রতিনিধির সঙ্গে মত বিনিময় এবং পূর্ব-প্রতিশ্রুতিগুলি আরো একবার ঝালিয়ে নিতে তাঁর জার্মানিতে আসা৷
সাক্ষাৎকার: দেবারতি গুহ
সম্পাদনা: সঞ্জীব বর্মন