মন্ত্রী হবেন ৪৬ জন
৫ জানুয়ারি ২০০৯নির্বাচনের আগে ১৮ই ডিসেম্বর মধ্য প্রাচ্যের সাতটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা এ্যাফেয়ার্সরা এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে৷ এবার এলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সুধাসদনে৷ প্রায় এক ঘন্টা বৈঠক শেষে এইচটি ইমাম জানান মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারসহ প্রবাসী বাঙ্গালী শ্রমিকদের বিষয়ে কথা হয়েছে৷
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে সৎ এবং যোগ্যদের প্রাধান্য দেয়া হচ্ছে এবং এই মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রীও থাকবে৷ আর মন্ত্রীদের সংখ্যা হতে পারে ৪৬ জন৷
এদিকে সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ৷ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য৷
আওয়ামী লীগের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা৷ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাদের শপথ পড়াবেন৷ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ৷
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে৷ আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন৷ মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়৷