মমতার আরএসএস-প্রশংসা নিয়ে বিতর্কের ঝড়
২ সেপ্টেম্বর ২০২২গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়কর হামলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই তিনি আরএসএস প্রসঙ্গ টেনে আনেন। মমতা বলেছেন, ''সব মালিককে থ্রেট করা হচ্ছে। আর একটা করে লোক গিয়ে আরএসএসের নাম করে...আরএসএসএত খারাপ ছিল না। এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখনো ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপি-কে ওভাবে সমর্থন করে না। তাদেরও একদিন বাঁধ ভাঙবে।''
মুখ্যমন্ত্রীর এই উক্তিই প্রবল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ''২০০৩-এ মমতা তো আরএসএস-কে দেশপ্রেমী বলেছিলেন। আরএসএস মুখ্যমন্ত্রীকে দুর্গা বলেছিল।'' আসাদুদ্দিনের তির্যক মন্তব্য, ''এরপরেও আশা করছি, তৃণমূলের মুসলিম নেতারা দলনেত্রীর সততা ও ধারাবাহিকতার প্রশংসা করবেন।''
আসাদুদ্দিনের সমালচনার জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলতে চেয়েছেন। সব সংগঠনেই ভালো ও মন্দ দুই ধরনের মানুষ থাকে। ধর্মনিরপেক্ষ চরিত্র প্রমাণের কোনো দায় আমাদের নেই। গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি-আসএসএস যুগলবন্দিকে পরাজিত করেছি।''
কিন্তু এই ব্যাখ্যার পরেও বিতর্ক কমা দূরস্থান, বরং বেড়েছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেছেন, ''এমন নয় যে, এই প্রথমবার মমতা আরএসএসের প্রশংসা করলেন। ২০০৩ সালে আরএসএসের একটি বইপ্রকাশ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে সিপিএমকে হঠাতে তিনি আরএসএসের সমর্থন চান।'' অধীরের অভিযোগ, ''ভোটে সুবিধা পেতে কখনো মমতা হিন্দু মৌলবাদীদের, কখনো মুসলিমদের প্রশংসা করে থাকেন।''
আরএসএস প্রসঙ্গে মমতার উক্তি নিয়ে আক্রমণাত্মক ছিল সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ''বাম দলগুলি বেশ কিছুদিন ধরে বলছে, মমতাকে তৈরি করেছে আরএসএস।''
আরএসএস অবশ্য মমতার এই উক্তিতে খুশি নয়। পশ্চিমবঙ্গে আরএসএসের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু বলেছেন, ''মুখ্যমন্ত্রী বলেছেন, আরএসএসে কিছু ভালো মানুষ আছেন। আমরা তার কাছ থেকে জানতে চাই, রাজনৈতিক মতপার্থক্য মানে কি বিরোধীদের হত্যা করতে হবে? তিনি আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, তিনি তাদের সকলের মুখ্যমন্ত্রী, এই কথাটা যেন মমতা মনে রাখেন।''
জিএইচ/এসজি (এনডিটিভি)