1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশ অভিযানের দীর্ঘতম সফল পরীক্ষা ‘মঙ্গল ৫০০’

১৫ নভেম্বর ২০১১

অদেখাকে দেখার এবং অজানাকে জানার সাধ মানুষের চিরায়ত স্বভাব৷ চাঁদের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার পর এখন চেষ্টা চলছে মঙ্গল গ্রহে অভিযানের৷ তারই একটি পর্যায় হিসেবে অনুরূপ অভিযান ‘মঙ্গল ৫০০’ নামের পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া৷

https://p.dw.com/p/13Abn
epa02996196 An international crew of researchers (L-R) Cosmonaut training centre specialist Alexei Sitev, European Space Agency specialists Charles Romani of France, doctor Sukhrob Kamol, military doctor Alexei Smoleyevsky, European Space Agency specialists Diego Urbina of Italy, Chinese astronaut training centre specialist Wang Yue pose for pictures during their press conference after a 520-day simulation of a flight to Mars, in Moscow, Russia, 08 November 2011. The all-male crew of three Russians, a Frenchman, an Italian-Colombian and a Chinese successfully completed the experiment intended to simulate constricted and isolating conditions of space travel 04 November 2011. EPA/SERGEI ILNITSKY +++(c) dpa - Bildfunk+++
মহাকাশ অভিযানের সফল পরীক্ষা ‘মঙ্গল ৫০০’ এ অংশগ্রহণকারীরাছবি: picture alliance/dpa

২০১০ সালের তেসরা জুন রাশিয়ার ইন্সটিটিউট ফর বায়োমেডিকেল প্রোবলেমস - আইবিএমপি শুরু করে মোট ৫২০ দিনের এই পরীক্ষা৷ এই পরীক্ষামূলক অভিযানের নাম দেওয়া হয় ‘মার্স ৫০০' বা ‘মঙ্গল ৫০০'৷ রাশিয়ার তিন জন এবং ইটালি, ফ্রান্স ও চীনের একজন করে বিজ্ঞানী অংশ নিয়েছিলেন এই নমুনা মহাকাশ অভিযানে৷ মস্কোয় মহাকাশযানের আদলে নির্মিত ১৮০ বর্গমিটারের আধারের মধ্যে প্রায় ১৮ মাস কাটাতে হয়েছে ছয় জন বিজ্ঞানীকে৷ এসময় তাঁরা পৃথিবীতেই ছিলেন কিন্তু তাঁদেরকে এমনভাবে দৈনন্দিন কাজ করতে হতো যেন তাঁরা মঙ্গল গ্রহের পথে উড়ে গেছেন এবং সেখানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আবার পৃথিবীতে ফিরে আসছেন৷

এসময় ৩০টিরও বেশি ক্যামেরা দিয়ে তাঁদের কর্মকাণ্ড ও আচার-আচরণ পর্যবেক্ষণ করা হয়েছে৷ এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে কিছু সময়ের জন্য মহাকাশযান থেকে কৃত্রিম মঙ্গল গ্রহে নামার সুযোগ পেয়েছিলেন ইটালির ডিয়েগো উরবিনা, রাশিয়ার আলেক্সান্ডার স্মলেভস্কি এবং চীনের ওয়াং ইয়ু৷ এসময় মূল নভোযানে সহকর্মীদের জন্য অপেক্ষায় ছিলেন রাশিয়ার অ্যালেক্সেই সিটেভ ও সুখরব কমোলভ এবং ফরাসি নভোচারী রোমাঁ শার্ল৷

Dr Farseem Mannan Mohammedy, Dozent von Bangladesh University of Engineering and Technology (BUET) Datum: 02.05.2010 Eigentumsrecht: Shahadat Parvez, Senior Photojournalist, Prothom Alo, Dhaka, Bangladesch Stichwort: Dr, Farseem, Mannan, Mohammedy, Duzent, Bangladesh, University, Engineering, Technology, BUET, Teacher, Space, Expert, Bangladesch
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এর সহকারী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদীছবি: Shahadat Parvez

রেড প্ল্যানেট নামে পরিচিত মঙ্গল গ্রহে ৫২০ দিনের পরীক্ষামূলক অভিযান শেষে ৪ নভেম্বর শুক্রবার সুস্থ ও সফলভাবে পৃথিবীতে ফিরেছেন ছয় বিজ্ঞানী৷ তবে এই দীর্ঘ সময় পৃথিবীর পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকায় এই অভিযান থেকে বের হওয়ার পর প্রায় তিন দিন তাঁদেরকে আলাদা করে রাখা হয়েছিল৷ এসময় তাঁদের দেহের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়৷ এরপর ৭ নভেম্বর থেকে তাঁদের চলাফেরা কিছুটা স্বাধীনভাবে শুরু হয়েছে৷ তবুও আগামী এক মাস তাঁদেরকে মস্কোয় আরো পরীক্ষার আওতায় থাকতে হবে৷

এই পরীক্ষামূলক নভোযানের ভেতর একঘেয়েমি এবং একাকিত্ব বোধ করেছেন সম্ভাব্য এই নভোচারীরা৷ রোমাঁ চার্লস স্বীকার করেছেন যে, ৫২০ দিনের পরীক্ষায় সবচেয়ে বড় সমস্যা ছিল একঘেয়েমি৷ তবে সেই সমস্যা থেকে রক্ষা পেতে শার্ল এবং উরবিনা গিটারে সুর তুলেছেন মাঝে মাঝে৷ গেয়েছেন ‘হোম সুইট হোম' কিংবা ‘রকেট ম্যান'সহ প্রিয় গানগুলো৷ দীর্ঘদিন ধরে প্রায় একই ধরণের খাবার নিয়েও বেশ কষ্টে ছিলেন তাঁরা৷ চার্লস জানালেন, একজন ফরাসি হিসেবে তিনি মচমচে ক্রঁস, পনির এবং রেড ওয়াইনের অভাব বোধ করেছেন খুব বেশি৷ আসলে খাওয়ার মধ্যে কোন মজাই ছিল না৷ বরং শুধু বাঁচার তাগিদে খেতে হতো বলে মন্তব্য করলেন চীনা চিকিৎসক ওয়াং ইয়ু৷

Dr Farseem Mannan Mohammedy, Duzent von Bangladesh University of Engineering and Technology (BUET) redet in eine Sitzung über Raumforschung und Erziehung Datum: 17.01.2011 Eigentumsrecht: Shahadat Parvez, Senior Photojournalist, Prothom Alo, Dhaka, Bangladesch Stichwort: Dr, Farseem, Mannan, Mohammedy, Duzent, Bangladesh, University, Engineering, Technology, BUET, Teacher, Space, Expert, Bangladesch
ঢাকায় মহাকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ড. ফারসীম মান্নান মোহাম্মদীছবি: Shahadat Parvez

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এর সহকারী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এই অভিযানের কিছু বিশেষ দিক তুলে ধরতে গিয়ে বলেন, ‘‘একটি ছোট নভোযানের মধ্যে দীর্ঘদিন নভোচারীরা থাকলে কী ধরণের স্বাস্থ্যগত ও পারিপার্শ্বিক অবস্থার মুখোমুখি হবে তা এটির মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে৷ এছাড়া নভোযানে যেসব যন্ত্রপাতি ব্যবহার করতে হবে সেসব যন্ত্রপাতির সাথে পরিচিতিকরণ, সেগুলো চালনা ও নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের দক্ষতা বাড়ানোর কাজ করা হয়েছে এই অভিযানের মধ্য দিয়ে৷ এই নমুনা অভিযানে প্রয়োজনীয় প্রায় সকল সুযোগ সুবিধা, যান্ত্রিক ও কারিগরি কর্মকাণ্ড সংযোজন করা হয়েছিল৷ তবে বাস্তবে মঙ্গল অভিযানের সময় পাঁচ কোটি কিলোমিটার ফ্লাইটের জন্য যে অভিকর্ষ ত্বরণ এবং তার ফলে ওজনশূন্যতা অনুভব হবে তা এই অভিযানে যুক্ত করা সম্ভব হয়নি৷ এছাড়া বাস্তব অভিযানে যে কসমিক রে বা মহাজাগতিক রশ্মির প্রভাব থাকবে সেটিও ‘মঙ্গল ৫০০' অভিযানে ছিল না৷'' তবুও এটিই সবচেয়ে দীর্ঘকালীন মহাকাশ অভিযানের পরীক্ষা বলে উল্লেখ করে আইবিএমপি৷

এই পরীক্ষামূলক মঙ্গল অভিযানের মূল্যায়ন করতে গিয়ে ড. ফারসীম বলেন, ‘‘নিকট ভবিষ্যতে না হলেও দূর ভবিষ্যতে মনুষ্যবাহী নভোযান যে মঙ্গল গ্রহ পানে যাবে তার পর্যায়ক্রমিক একটি ধাপ বলা যেতে পারে এটিকে৷ আমরা আশাবাদের সাথে বলতে পারি যে, আমাদের অনেকেই যারা এখন বেঁচে আছেন তারা হয়তে দেখতেই পাবেন যে মানুষ মঙ্গল গ্রহে হেঁটে বেড়াচ্ছে৷ সবমিলিয়ে বলা যায়, এসব গবেষণা ও পরীক্ষার মাধ্যমে আমাদের নভোচারীদেরকে মানসিকভাবে, স্বাস্থ্যের দিক থেকে এবং অবশ্যই প্রযুক্তির দিক থেকে তৈরি করা, যাতে করে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো একটি যৌক্তিক সম্ভাবনা হয়ে যায় অদূর ভবিষ্যতে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক