মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কারে লিক, ২২ করোনা রোগী মৃত
২১ এপ্রিল ২০২১বিজ্ঞাপন
হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২২ জন করোনা রোগীর মৃত্যুর এই ভয়াবহ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের পুর হাসপাতালে। এমন নয় যে, হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। কিন্তু হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কার লিক করে। ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসাপাতালে ১৭১ জন করোনা রোগী ছিলেন। ১০ জন ভেন্টিলেটারে ছিলেন। তারা সকলেই মারা গেছেন। অনেক রোগীকে সেসময় অক্সিজেন দেয়া হচ্ছিল। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন।
অক্সিজেন লিক হওয়ার পর ৩১ জন করোনা রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারা বেঁচে গেছেন। মহারাষ্ট্রের পুর মন্ত্রী বলেছেন, অক্সিজেন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জন্যই এতজন রোগীা মারা গেছেন। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সরকার বিবৃতি দেবে।
জিএইচ/ (এএনআই)