চাকরি জুটেছে সেই ছেলের!
২৮ সেপ্টেম্বর ২০১৮মাসের প্রথম দিকে প্যারিসে এলিসি প্রাসাদের সামনে জনতার সঙ্গে উন্মুক্ত আলোচনার সময় ওই তরুণ অভিযোগ করেন মাক্রোঁর কাছে৷ তিনি বলেন, ‘‘আমার বয়স ২৫ বছর৷ আমি বিভিন্ন জায়গায় আমার সিভি পাঠিয়েও কোনো ফল পাচ্ছি না৷’’
জবাবে মাক্রোঁ তাঁকে বলেন, হসপিটালিটি ও নির্মাণ কাজের মতো খাতগুলোতে সহজেই চাকরি খুঁজে পাওয়া সম্ভব৷ বলেন, ‘‘যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে অসুবিধা হবে না, রেস্টুরেন্ট, কন্সট্রাকশন, এমন কোনো জায়গা নেই যেখানে আমি গিয়ে জনবলের অভাব দেখিনি৷’’
তরুণকে ক্যাফে ও রেস্টুরেন্টের এলাকা প্যারিসের মঁপারনাসে খোঁজ নেয়ার পরামর্শও দেন৷ কাজ খুঁজে পাওয়ার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, ‘‘রাস্তা পেরোলেই আমি কাজ খুঁজে দিতে পারব৷’’
তবে কাজ পাওয়ার জন্য মঁপারনাস এলাকায় যেতে হয়নি জাহানকে৷ খণ্ডকালীন কাজের একটি সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে বাসচালকের চাকরির প্রস্তাব দেয়৷ হর্টিকালচারের ছাত্র জাহান তাতে রাজি হয়ে যান৷
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম টিভিকে তিনি বলেছেন, ‘‘আমি খুশি৷ কারণ আমি কাজে যাচ্ছি, যা আমি পছন্দ করি৷’’
এর আগে ২০টি চাকরির জন্য আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি৷
ফ্রান্সে এখন বেকারত্বের হার ৯ শতাংশ৷ এই প্রেক্ষাপটে চাকরিপ্রত্যাশী এক তরুণের সঙ্গে প্রেসিডেন্টের ওই কথোপকথন ভালোভাবে নিতে পারেননি অনেকে৷
তাদের ওই কথোপকথনের ভিডিও মুহূর্তের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে৷ মাক্রোঁ সাধারণ জনগণ থেকে ‘অনেক দূরে' অবস্থান করাতেই এ ধরনের কথা বলতে পেরেছেন বলে অভিযোগ করা হয়৷
সোশ্যালিস্ট এমপি ইয়ান বোঁসাঁ বলেন, আসল সমস্যার দিকে নজর না দিয়ে প্রেসিডেন্ট মাক্রোঁ সেই তরুণকেই অপরাধী প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন৷
এক টুইটার ব্যবহারকারী লেখেন, মাক্রোঁ ফরাসিদের বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন৷ আরেকজন প্রশ্ন তোলন, ‘‘মাত্র ৩০ সেকেন্ডে কীভাবে একজন ব্যক্তি এতটা অবমাননা, সমানুভূতির অভাব ও অজ্ঞতা দেখাতে পারেন?’’
ডেভিড মার্টিন/এএইচ