মানবতার বার্তা মিউনিখবাসীর
২২ জুলাই ২০১৬হামলার ঘটনার পর মিউনিখে ট্রেন, বাস সার্ভিস বন্ধ করে দেয়ার পর শহরে আটকে পড়েছেন অনেকে৷ আর তাদের জন্য টুইটারে ‘#offenetuer #opendoor' হ্যাশট্যাগ চালু করেছেন মিউনিখবাসী৷ নির্দ্বিধায় নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা৷
বিভিন্ন গণমাধ্যমও এই নিয়ে প্রতিবেদন করেছেন, যাতে যারা রাস্তায় অবস্থান করছেন তারা রাতটা কাটানোর ঠাঁই পান৷
অ্যানজি ডিয়াল টুইটারে লিখেছেন মিউনিখে প্রার্থনা আর শুভ উদ্যোগ চলছে৷
নিকোলাসের মত অনেকেই টুইটারে লিখেছেন সরাসরি যোগাযোগ করতে৷
অন্য একজন লিখেছেন, এমন অন্ধকার এক পরিস্থিতিতে মানবতার এক আলো৷ যারা নিজেদের বাড়ির দুয়ার খুলে দিচ্ছেন তাদের জন্য অনেক শ্রদ্ধা৷
ওয়াল পোস্টের প্রতিবেদন মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বাড়ির দুয়ার খুলে দিচ্ছে মিউনিখবাসী৷
মেহমেত নামে এক ব্যক্তি এই হ্যাশট্যাগ ব্যবহার করে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷
এপিবি/এসবি