1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবাধিকারকর্মী নূর খান পুরস্কৃত

২ ফেব্রুয়ারি ২০২৩

মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড' পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী নূর খান লিটন৷

https://p.dw.com/p/4N0Qd
নূর খান লিটন(ফাইল ছবি)ছবি: privat

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খানসহ বিশ্বের ১০টি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে এই পুরষ্কার তুলে দেয়৷

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, গত তিন দশকের বেশি সময় ধরে নূর খান বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন৷ দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা এবং বাংলাদেশে কর্তৃপক্ষের জবাবদিহিতার ধারা তৈরির জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন৷

"তার সময়োপযোগী হস্তক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে ভূমিকা এবং দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে যেমন ভূমিকা রেখেছে, তেমনি নিরীহ ব্যক্তিদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে বাঁচিয়েছে৷”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা এবং সমর্থন করার বিষয়টি মার্কিন পররাষ্ট্র নীতিতে একটি অন্যতম ‘অগ্রাধিকার' হিসাবে বিবেচনা করা হয়, কারণ তা গণতন্ত্র, ন্যায়বিচারের সুযোগ তৈরি, একটি কার্যকর নাগরিক সমাজ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশগত স্থায়িত্বের ‘অবিচ্ছেদ্য অঙ্গ'৷

নূর খান ছাড়াও ব্রাজিল, কম্বোডিয়া, জর্জিয়া, হুন্ডুরাস, ইরান, ইরাক, মৌরি তানিয়া, চীন ও টোগের একজন করে এ বছর ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড' পেয়েছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান