পুলিশের প্রশিক্ষণ
৫ জুন ২০১২পেশাজীবীদের সঙ্গে পুলিশের আচরণ যাতে সন্তোষজনক হয়, সে ব্যাপারে তাদের সচেতন করা হচ্ছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে এসব তথ্য জানিয়েছেন৷
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ঢাকা সহ দেশের সব বিভাগ, জেলা ও পুলিশের সব ইউনিটে এই প্রশিক্ষণ শুরু হয়েছে৷ তিনি বলেন, পুলিশের হাতেই মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বেশি৷ কারণ পুলিশই সরকারের এমন একটি শাখা, যারা সরাসরি মাঠে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাসহ নানা নিরাপত্তা এবং তদন্তের কাজ করে৷ তাই সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ সবচেয়ে বেশি৷ এসব কাজ করতে গিয়ে মানবাধিকারের লঙ্ঘনের ঘটে কখনো কখনো৷ কিন্তু তা হতে দেয়া যায়না৷ পুলিশে মানবাধিকারকে এখন সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে৷ এ ব্যাপারে শুধু প্রশিক্ষণ নয়, তাদের বইপত্রও দেয়া হচ্ছে৷
মনিরুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে আরো যাদের একই জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে হয়, তাদের ব্যাপারেও পুলিশকে সহনশীল হতে উদ্বুদ্ধ করা হচ্ছে৷ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সঙ্গে পুলিশের কিছু অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, পুলিশের মত সাংবাদিকরাও পেশাগত দায়িত্ব পালন করেন৷ তাই যার যার পেশাগত কাজে কেউ যেন বাধা না হয়, সে ব্যাপারে পুলিশকে প্রশিক্ষিত করা হচ্ছে৷ তিনি বলেন, পুলিশে এই প্রশিক্ষণ সারা বছর ধরে ধারাবাহিকভাবে চলবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন