1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অধ্যাপক বাংলায় যা বললেন

আরাফাতুল ইসলাম১৭ ডিসেম্বর ২০১৫

মানুষ মেরে কোনো ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না, মনে করেন জার্মান অধ্যাপক হান্স হার্ডার৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলা ভাষা শেখা থেকে ব্লগার হত্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন৷

https://p.dw.com/p/1HP5N
Hans Harder Professor an der Universität in Heidelberg
ছবি: DW/A. Islam

[No title]

দুই যুগের বেশি সময় আগে হিন্দি ভাষা শিখতে ভারতে গিয়েছিলেন অধ্যাপক হান্স হার্ডার৷ কিন্তু হিন্দি শিখতে গিয়ে ক্রমশ বাংলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এই অধ্যাপক৷ দ্বিতীয়বার ভারত সফরে কলকাতা গিয়েছেন তিনি৷ পরবর্তীতে বাংলাদেশে গিয়েছেন কয়েকবার৷ ভারতবর্ষে নিয়মিত ঘোরাঘুরির পাশাপাশি বাংলা ভাষা বলা, লেখার চর্চা করেছেন নিয়মিত৷ এখন শুধু শুদ্ধ বাংলা বলা বা লেখা নয়, বাংলা বিভিন্ন গল্প, উপন্যাস জার্মান ভাষায় ভাষান্তরও করছেন তিনি৷ গবেষণা করেছেন মাইজভান্ডারি নিয়ে৷

Hans Harder Professor an der Universität in Heidelberg
একাধিক বাংলা গল্প, উপন্যাস জার্মান ভাষায় অনুবাদ করেছেন অধ্যাপক হার্ডারছবি: DW/A. Islam

ডয়চে ভেলের সঙ্গে আলাপচারিতায় দুই বাংলার মধ্যকার ব্যবধানও খানিকটা তুলে ধরেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট'-এর ভাষাতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক হার্ডার৷ তাঁর মতে, কলকাতার একটা ভারিক্কি ভাব, সেকেলে স্বাদ এখনো লেগে আছে যা ঢাকায় পাওয়া যাবে না৷ ঢাকার কিছু কিছু জায়গায় অতীতের কিছু কিছু চিহ্ন পাওয়া যায় কিন্তু কলকাতায় একটা বড় জায়গায় তা রয়ে গেছে, বলেন তিনি৷

বাংলা ভাষা শেখা অনেক কঠিন, মনে করেন হার্ডার৷ নিজের ছাত্রদের নিয়ে অভিজ্ঞতার আলোকে তিনি জানান, বাংলার চেয়ে হিন্দি শেখা সহজ৷ কেননা, বিদেশিদের পক্ষে বাংলার উচ্চারণ আয়ত্ব করা অনেক কঠিন৷

অধ্যাপক হার্ডার ইতোমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা' জার্মান ভাষায় ভাষান্তর করেছেন৷ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ-র একটি লেখা অনুবাদ করেছেন৷ এছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের লেখাও জার্মান ভাষায় প্রকাশ করেছেন হার্ডার৷ সম্প্রতি নবারুণ ভট্টাচার্যের হারবার্ট উপন্যাসটি অনুবাদ করেছেন তিনি৷

জার্মান এই অধ্যাপকের সঙ্গে কথা হয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও৷ বিদেশি হত্যাকাণ্ড, ব্লগার হত্যাকাণ্ডের খবর তাঁকেও উদ্বিগ্ন করেছে৷ কারা এ সব করছে, কেন করছে, সমাজে তার প্রভাব কেমন হচ্ছে বা হবে, তা নিয়ে গবেষণার প্রয়োজন আছে মনে করেন তিনি৷ ধর্মীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনার পক্ষে সুফিজম নিয়ে কাজ করা এই অধ্যাপক৷

হান্স হার্ডার মনে করেন, বাংলাদেশে ব্লগার, মুক্তমনাদের উপর হামলা রোধে সরকারের আরো সক্রিয় হওয়ার দরকার৷ তবে এটা অবশ্য শুধু বাংলাদেশ সরকারই নয়, যেকোন দেশের জন্যই প্রযোজ্য, বলেন তিনি৷

অধ্যাপক হার্ডার মনে করেন, মানুষ মেরে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না৷ একটা ধর্ম যে সবচেয়ে ভালো, তা প্রমাণ করতে হলে বোঝাতে হবে যে সে ধর্মে ভালোবাসা রয়েছে, মানুষের অনেক প্রকৃষ্ট গুণ রয়েছে৷ সেসব দিয়ে, মানুষ হত্যা করে নয়, জানান তিনি৷

অধ্যাপক হান্স হার্ডারের পুরো সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন এই লিংকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য