1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাব সদস্যদের ফেরত দিল বিএসএফ

১১ অক্টোবর ২০১৯

মাদক কারবারিদের ধাওয়া দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ধরা পড়া তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷

https://p.dw.com/p/3R7qo
Bangladesch Rapid Action Battalion RAB Indien Grenze
ছবি: bdnews24.com

ভারতে ঢোকার পর স্থানীয়দের হাতে ধরা খেয়ে বেধড়ক মারধোরের শিকার হতে হয়েছে তাদের৷ মারধরে আহত বাংলাদেশের এলিট ফোর্সের সদস্যদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ ভারতের গণমাধ্যমেও এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে৷

মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে বৃহস্পতিবার সীমান্ত রেখা অতিক্রম করেন র‌্যাব ১১-এর সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ এবং র‌্যাবের দুই নারী সোর্স লিজা ও তার খালা৷

স্থানীয়রা সাংবাদিকদের জানান, তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান তাদের দুই সোর্স৷ এ সময় ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করেন৷

এরা অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়েন জানিয়ে র‌্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মুহিতুল ইসলাম বলেন, "এরপর ভারতীয় নাগরিকেরা তাদের আটক করে বেধড়ক মারধর করে৷ তাদের ব্যবহৃত একটি পিস্তল, সাতটি বুলেট ও অন্যান্য সামগ্রীসহ বিএসএফের কাছে হস্তান্তর করে৷''

বৃহস্পতিবার বিকালে দুদেশের পতাকা বৈঠক শেষে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে বিজিবির কাছে ফিরিয়ে দেয় বিএসএফ৷

ভারতের দৈনিক এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের স্থানীয় বাসিন্দাদের হাতে আটক র‌্যাবের তিন সদস্য ও দুই সোর্সকে ১০ ঘণ্টা পর আশাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে৷

এদিকে সীমান্ত অতিক্রম করায় র‌্যাব সদস্যদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ ভুলে সীমান্ত অতিক্রমের পর বাংলাদেশের বিশেষায়িত এই বাহিনীর সদস্যদের এভাবে পিটুনি দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷

ফেসবুক ব্যবহারকারী রহমান রোকন লিখেছেন, ‘‘হাউ ডেয়ার বিএসএফ ট্রিটেড আওয়ার ব়্যাব মেম্বারস ইন সাচ এ হিউম্যালিটিং ম্যানার! আর্ন্ট দ্যা আওয়ার ফ্রেন্ডস?''

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য