র্যাব সদস্যদের ফেরত দিল বিএসএফ
১১ অক্টোবর ২০১৯ভারতে ঢোকার পর স্থানীয়দের হাতে ধরা খেয়ে বেধড়ক মারধোরের শিকার হতে হয়েছে তাদের৷ মারধরে আহত বাংলাদেশের এলিট ফোর্সের সদস্যদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ ভারতের গণমাধ্যমেও এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে৷
মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে বৃহস্পতিবার সীমান্ত রেখা অতিক্রম করেন র্যাব ১১-এর সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ এবং র্যাবের দুই নারী সোর্স লিজা ও তার খালা৷
স্থানীয়রা সাংবাদিকদের জানান, তিন র্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান তাদের দুই সোর্স৷ এ সময় ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করেন৷
এরা অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়েন জানিয়ে র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মুহিতুল ইসলাম বলেন, "এরপর ভারতীয় নাগরিকেরা তাদের আটক করে বেধড়ক মারধর করে৷ তাদের ব্যবহৃত একটি পিস্তল, সাতটি বুলেট ও অন্যান্য সামগ্রীসহ বিএসএফের কাছে হস্তান্তর করে৷''
বৃহস্পতিবার বিকালে দুদেশের পতাকা বৈঠক শেষে তিন র্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে বিজিবির কাছে ফিরিয়ে দেয় বিএসএফ৷
ভারতের দৈনিক এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের স্থানীয় বাসিন্দাদের হাতে আটক র্যাবের তিন সদস্য ও দুই সোর্সকে ১০ ঘণ্টা পর আশাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে৷
এদিকে সীমান্ত অতিক্রম করায় র্যাব সদস্যদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ ভুলে সীমান্ত অতিক্রমের পর বাংলাদেশের বিশেষায়িত এই বাহিনীর সদস্যদের এভাবে পিটুনি দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷
ফেসবুক ব্যবহারকারী রহমান রোকন লিখেছেন, ‘‘হাউ ডেয়ার বিএসএফ ট্রিটেড আওয়ার ব়্যাব মেম্বারস ইন সাচ এ হিউম্যালিটিং ম্যানার! আর্ন্ট দ্যা আওয়ার ফ্রেন্ডস?''
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)