1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিনিদের দাবি পিছু হটছে ইরান

৭ জুন ২০১৯

পারস্য উপসাগরে মার্কিন সমরসজ্জার কারণে ইরান আপাতত কিছুটা পিছু হটেছে বলে দাবি করলেন এক সামরিক কর্মকর্তা৷ গত মাসে পেট্রোলিয়ামবাহী জাহাজের উপর হামলার তদন্তে পরোক্ষভাবে ইরানকেই দায়ী করা হয়েছে৷

https://p.dw.com/p/3K0VJ
ইরানের উপর চাপ বজায় রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: AFP/B. Smialowski

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার জের ধরে পারস্য উপসাগর অঞ্চলে সামরিক সংঘাত বা পুরোপুরি যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে৷ মার্কিন প্রশাসন সেখানে জোরালো সামরিক তৎপরতা শুরু করেছে৷ এই সমরসজ্জার ফলে ইরান কিছুটা পিছু হটছে বলে দাবি করলেন মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার৷ তেহরান আপাতত নিজেদের কিছুটা গুটিয়ে নিয়ে নতুন করে ছক কষছে৷ উল্লেখ্য, মার্কিন কর্মকর্তা সম্প্রতি দাবি করেছেন যে উপকূলের কাছে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেও ইরান সেগুলি প্রত্যাহার করেছে৷

জেনারেল ফ্র্যাংক ম্যাককেনজি অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, যে ইরান এখনো বড় হুমকি হয়ে ওঠার ক্ষমতা রাখে৷ তাই প্রয়োজনে তিনি আরও মার্কিন সৈন্য ও সামরিক সরঞ্জাম চাইতে পারেন৷ তিন সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করেন৷ অ্যামেরিকা অকারণে প্ররোচনার বদলে ইরানকে সতর্ক করতে শুধু শক্তি প্রদর্শন করছে বলে তিনি মনে করেন৷

ইরান এর মধ্যে পারস্য উপসাগর অঞ্চলে ছোট আকারের সংঘাতে লিপ্ত হচ্ছে বলে বিভিন্ন দেশ মনে করছে৷ গত ১২ই মে সংযুক্ত আরব আমিরাতে এক বন্দরে তিনটি পেট্রোলিয়ামবাহী ট্যাংকার জাহাজের উপর হামলার পেছনে তেহরানের হাত ছিল – এমন সন্দেহ এখনো দূর হয় নি৷ ঘটনাটির তদন্তের পর আমিরাত, সৌদি আরব ও নরওয়ের রাষ্ট্রদূতরা বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বক্তব্য রেখেছেন৷ তদন্তকারীদের উদ্ধৃত করে তাঁরা বলেন, সম্ভবত কোনো বিদেশি রাষ্ট্র স্পিড বোটে ডুবুরি পাঠিয়ে জাহাজগুলিতে মাইন বসিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল৷ তবে সরাসরি ইরানের নাম উল্লেখ করেন নি তাঁরা৷ তবে জাতিসংঘে সৌদি রাষ্ট্রদূত এর আগে এই অন্তর্ঘাতমূলক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছিলেন৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের উপর চাপ বজায় রাখার সুফল তুলে ধরেছেন৷ ফ্রান্স সফরের সময় তিনি দাবি করেন, যে মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এর ফলে সম্ভবত কূটনৈতিক স্তরে আলোচনার পথ খুলে যেতে পারে বলে তিনি মনে করেন৷ ট্রাম্প সাফ জানিয়ে দেন, ইরান সংলাপ চালাতে চাইলে অ্যামেরিকাও সংলাপের জন্য প্রস্তুত৷ তবে ইরানের হাতে কোনো অবস্থায় পরমাণু অস্ত্র আসতে দেওয়া হবে না৷

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আহাতোল্লাহ আলি খামেনেই ট্রাম্প-এর সংলাপের প্রস্তাবকে প্রতারণা হিসেবে বর্ণনা করেছিলেন৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে ইরান সেই ফাঁদে পা দেবে না৷ তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি গত সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন নি৷ তবে তাঁর মতে, এর পূর্বশর্ত হিসেবে অ্যামেরিকাকে ইরানের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে হবে৷

এর মধ্যে রাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফর করছেন৷ ফলে বর্তমান সংকটের কূটনৈতিক সমাধানের আশা কিছুটা উজ্জ্বল হয়ে উঠছে৷ আবে মার্কিন প্রেসিডেন্টের বার্তা ইরানের নেতৃত্বের কাছে তুলে দেবেন বলে মনে করা হচ্ছে৷

এসবি/কেএম (এপি, রয়টার্স)