মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-র প্রচারে শিশুরা
সাধারণত নির্বাচনের সঙ্গে শিশুদের সম্পর্ক থাকার কথা নয়। কারণ, তারা ভোট দিতে পারে না। তাও অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা গেলো অনেক শিশুকে।
ট্রাম্প সেজে
পেনসিলভেনিয়াতে ট্রাম্পের প্রচারের ছবি। একটি শিশুকে ট্রাম্প সাজানো হয়েছে।
কমলার প্রচারে
ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী কমলা হ্যারিসের প্রচারের ছবি। অ্যারিজোনায়। প্রচারের সময় বুদ্বুদ ওড়াচ্ছে বাচ্চা মেয়েটি।
ট্রাম্পের সমর্থনে
পেনসিলভেনিয়ায় ট্রাম্পের প্রচার সভা। চার আঙুল তুলে দেখাচ্ছে শিশুটি।
বাইডেনের প্রচারে
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট সেনেটার হ্যারিসন ড্রাইভ ইন প্রচার করছেন। তাঁর গাড়ির পিছনে শিশুর হাতে ধরা পোস্টার।
টুপি-প্রচারে
ট্রাম্পের প্রচার। পেনসিলভেনিয়া। একটি শিশুর টুপিতে লেখা 'মেক অ্যামেরিকা গ্রেট এগেইন'। ট্রাম্পের প্রচারের লাইন।
বাইডেনের খুদে প্রচারকরা
জো বাইডেনের খুদে প্রচারকরা। পেনসিলভেনিয়াতেই বাইডেনের পোস্টার উঁচিয়ে ধরে আছে তারা।
বাইডেনের অপেক্ষায়
জর্জিয়ার ছবি। বাইডেন আসবেন প্রচারে। তাঁর অপেক্ষায় আছে বাচ্চাটি।
ট্রাম্পের দিকে তাকিয়ে
ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর দিকে তাকিয়ে এই খুদে ভক্ত। অ্যারিজোনায়।
পোস্টার হাতে
বাইডেনের সমর্থনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনসভা। সেখানে বাচ্চাদের হাতে বাইডেনের পোস্টার।
হিউস্টনের ঘটনা
প্রিসিলিকা ম্যাকনালটির বয়স মাত্র ছয়। গত ২৫ অক্টোবর হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পোস্টাল ব্যালটে ভোট দেয়া নিয়ে। সেখানেই প্রিসিলিকাকে মাস্ক পরতে সাহায্য করা হচ্ছে।
কেন চেয়ে আছ
হিউস্টনের অনুষ্ঠানেই দশ বছরের অ্যালিসিয়া চার্লস। ছবি তোলার জন্য পোজ দিলো সে। তার চোখে কি কোথাও অবাক হওয়ার চিহ্ন আছে?