মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
৭ মে ২০২১বাইকে লাগানো বোমায় বিস্ফোরণ ঘটিয়ে মারার চেষ্টা হলো মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং গণতন্ত্রপন্থি দলের প্রধান মোহামেদ নাশিদকে। তিনি হাসপাতালে ভর্তি। সরকারের তরফে কিছু না জানানো হলেও নাশিদের পরিবার জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট গুরুতর আহত। তবে তিনি চেতনা হারাননি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন।
বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালেতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি উঠতে যাচ্ছিলেন নাশিদ। ঠিক তখনই পাশেই একটি বাইকে বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাবেক প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নাশিদকে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি বেঁচে আছেন। বর্তমানে মালদ্বীপের পার্লামেন্টে স্পিকার পদে রয়েছেন নাশিদ।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করেন নাশিদ। ২০১২ সালে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ হয়। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দেশদ্রোহের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। যদিও মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ করে, স্বৈরাচারী শাসক গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই সাবেক প্রেসিডেন্টকে জেলে পাঠিয়েছে। ২০১৮ সালে অবশ্য বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেন নাশিদকে মুক্তি দেন। সাবেক প্রেসিডেন্ট যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় নেন। তবে বেশি দিন তিনি বিদেশে থাকেননি। দেশে ফিরে ফের গণতন্ত্রপন্থি আন্দোলনে যুক্ত হন।
শুক্রবার থেকে মালদ্বীপে শুরু হচ্ছে কারফিউ। করোনার সঙ্গে মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার ঠিক আগে নাশিদের উপর হামলা হলো। এখনো পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। নাশিদের পরিবারের তরফে জানানো হয়েছে, সাবেক প্রেসিডেন্টের হাতে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় ক্ষত আছে। চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন নাশিদ।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)