বলা হচ্ছে, ১৮ হাজার তরুণের জীবন সংকটময় করার জন্য দায়ী ১০-১২ জনের এক ‘উড়োজাহাজ সিন্ডিকেট'৷
প্রায় সারাদিন কারওয়ান বাজার ও প্রবাসী বল্যাণ ভবনের সামনে বিক্ষোভের পর মালয়েশিয়ায় যেতে না পারা চাকরিপ্রার্থীরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে আস্থা রেখে বুধবার বিকেলে কর্মসূচি স্থগিত করেন তারা।
‘সরকার অযথা প্রতিশ্রুতি না দিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করুক'
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ(বায়রা)-র মহাসচিব আলী হায়দার চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া শুধু বাংলাদেশ নয়, আরো অনেক দেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দেয়। ফলে বেশ কিছু লোক যেতে পারেনি। এরপর সরকার তাদের তালিকা সংগ্রহ করেছে। কেউ কেউ টাকা ফেরত নিয়েছে। যারা ফেরত নেয়নি, তাদের সংখ্যা তিন হাজারের বেশি হবে না । ওই সময় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়, রিপোর্ট করতে বলা হয়। সরকার তাদের জন্য চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এটা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।”
১৮ হাজার তরুণের মালয়েছিয়া যেতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে মালয়েশিয়া সরকার সেদেশের ৫২ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। তারা ওইসব প্রতিষ্ঠানের হতে পারেন। আবার অনেকের সরকারের অনুমোদন হয়নি। এরকম আরো অনেক ঝামেলা আছে। সেই বিষয় তো আমরা দেখতে পারবো না। আর মালয়েশিয়া লোক নেয়া শুরু না করলে তো তাদের পাঠানো যাবে না।”