1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফিদের প্রাণঢালা অভিনন্দন

আশীষ চক্রবর্ত্তী৫ মার্চ ২০১৫

আমার ব্লগে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের ‘নিষ্ক্রিয়তা' নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এক ব্লগার৷ তবে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারানোর পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনীতি আড়ালে চলে গিয়েছিল৷ সবার ভাবনায় তখন বাংলাদেশের জয়৷

https://p.dw.com/p/1ElRY
Cricket World Cup 2015 Bagladesch Sri Lanka
ছবি: Getty Images/Scott Barbour

সাইদ হাসান খান দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে নিজের মতামত রেখেছেন আমার ব্লগে৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘আগুনে ঝলসে যাওয়া শরীর, সরকারের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা সরকারের জন্য বুমেরাং হবে না তো?''

তিনি লিখেছেন, ‘‘প্রতিদিন মানুষ আগুনে পুড়ছে৷ শিবির সন্ত্রাসীদের পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাচ্ছে৷ রাজনীতির নামে এই সব সন্ত্রাসী কার্যক্রম এখনই বন্ধ করা দরকার৷ সব দেশই প্রাধান্য দেয় তার দেশের মানুষের নিরাপত্তা৷ তাই সরকারকে হতে হবে আরও কঠোর৷'' সাইদ মনে করেন, ‘‘শুধুমাত্র জামায়াত-বিএনপি বা স্বাধীনতা বিরোধীদের ঘাড়ে সন্ত্রাসের দোষ চাপিয়ে বা সমালোচনা করে সরকার দায় এড়াতে পারে না৷ বাংলাদেশে কোথাও পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাবে না এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে এখনই৷ দমন করতে হবে সব ধরনের সন্ত্রাসী অপকর্ম সর্বশক্তি প্রয়োগ করে৷ আর সরকার যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে না পারে বা আগুনের হাত থেকে মানুষকে বাঁচাতে না পারে, তাহলে সরকার যা চাইছে (সন্ত্রাসকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা) তাতে হিতে তার বিপরীত হতে পারে৷ অর্থাৎ এ দেশের মানুষ সরকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তা বা তাদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে রাস্তায় নামতে পারে৷''

সামহয়্যারইন ব্লগে চলছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মাতামাতি৷ ৩১৮ রান যতটা সহজে পেরিয়ে গেল টাইগাররা তাতে মাতামাতি হওয়াটাই স্বাভাবিক৷ সামহয়্যারইন ব্লগ তাই ‘নোটিস বোর্ড'টা আজ মাশরাফি বিন মুর্তজার দলকে অভিনন্দন জানানোর কাজেই ব্যবহার করেছে৷

লেখার শুরুটা পড়লেই এ ম্যাচে বাংলাদেশের পারফর্ম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করার পর এবার বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেল৷ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর কোয়ার্টার-ফাইনালে যাবার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না৷ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় তখন যে কোনো দলই চাপে পড়ে যায়৷ কিন্তু আমাদের টাইগার বাহিনী, খুব ঠান্ডা মাথায় পেশাদারিত্বের সাথে নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে আনে স্কটল্যান্ডের কাছ থেকে৷''

নওগাঁর আল মামুন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনব ভঙ্গিতে৷ ‘আয় ভাই বুকে আয়' লিখে সঙ্গে একটা ছবি দিয়েছেন মামুন, সেই ছবিতে একজন মানুষ কোলাকুলি করছেন বিশাল এক বাঘের সঙ্গে৷

এখন শুধু সামহয়্যারইন-ই নয়, এমন অভিনন্দনের জোয়ার বইছে পুরো ইন্টারনেট-দুনিয়ায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য