মাশরাফিদের প্রাণঢালা অভিনন্দন
৫ মার্চ ২০১৫সাইদ হাসান খান দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে নিজের মতামত রেখেছেন আমার ব্লগে৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘আগুনে ঝলসে যাওয়া শরীর, সরকারের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা সরকারের জন্য বুমেরাং হবে না তো?''
তিনি লিখেছেন, ‘‘প্রতিদিন মানুষ আগুনে পুড়ছে৷ শিবির সন্ত্রাসীদের পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাচ্ছে৷ রাজনীতির নামে এই সব সন্ত্রাসী কার্যক্রম এখনই বন্ধ করা দরকার৷ সব দেশই প্রাধান্য দেয় তার দেশের মানুষের নিরাপত্তা৷ তাই সরকারকে হতে হবে আরও কঠোর৷'' সাইদ মনে করেন, ‘‘শুধুমাত্র জামায়াত-বিএনপি বা স্বাধীনতা বিরোধীদের ঘাড়ে সন্ত্রাসের দোষ চাপিয়ে বা সমালোচনা করে সরকার দায় এড়াতে পারে না৷ বাংলাদেশে কোথাও পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাবে না এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে এখনই৷ দমন করতে হবে সব ধরনের সন্ত্রাসী অপকর্ম সর্বশক্তি প্রয়োগ করে৷ আর সরকার যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে না পারে বা আগুনের হাত থেকে মানুষকে বাঁচাতে না পারে, তাহলে সরকার যা চাইছে (সন্ত্রাসকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা) তাতে হিতে তার বিপরীত হতে পারে৷ অর্থাৎ এ দেশের মানুষ সরকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তা বা তাদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে রাস্তায় নামতে পারে৷''
সামহয়্যারইন ব্লগে চলছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মাতামাতি৷ ৩১৮ রান যতটা সহজে পেরিয়ে গেল টাইগাররা তাতে মাতামাতি হওয়াটাই স্বাভাবিক৷ সামহয়্যারইন ব্লগ তাই ‘নোটিস বোর্ড'টা আজ মাশরাফি বিন মুর্তজার দলকে অভিনন্দন জানানোর কাজেই ব্যবহার করেছে৷
লেখার শুরুটা পড়লেই এ ম্যাচে বাংলাদেশের পারফর্ম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করার পর এবার বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেল৷ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর কোয়ার্টার-ফাইনালে যাবার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না৷ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় তখন যে কোনো দলই চাপে পড়ে যায়৷ কিন্তু আমাদের টাইগার বাহিনী, খুব ঠান্ডা মাথায় পেশাদারিত্বের সাথে নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে আনে স্কটল্যান্ডের কাছ থেকে৷''
নওগাঁর আল মামুন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনব ভঙ্গিতে৷ ‘আয় ভাই বুকে আয়' লিখে সঙ্গে একটা ছবি দিয়েছেন মামুন, সেই ছবিতে একজন মানুষ কোলাকুলি করছেন বিশাল এক বাঘের সঙ্গে৷
এখন শুধু সামহয়্যারইন-ই নয়, এমন অভিনন্দনের জোয়ার বইছে পুরো ইন্টারনেট-দুনিয়ায়৷