মৃত্যুর মিছিল
১৯ আগস্ট ২০১৩সৌদি আরবের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রতি৷ রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিশর সরকারকে বর্তমান অবস্থান থেকে সরানোর জন্য চাপ দেয়ার ফল খারাপ হতে পারে৷ দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতায় ফেরানোর দাবিতে যে বিক্ষোভ চলছে তা থামাতে সেনা অভিযান শুরু হয় মিশরে৷ কায়রোর বিক্ষোভ সমাবেশস্থল ফাঁকা করার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৫০ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷
এদিকে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রোববার কায়রোর কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় মুসলিম ব্রাদারহুডের ৩৬ জন কারাবন্দি সমর্থক মারা গেছেন৷ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কারাবন্দিরা মারা গেছেন কাঁদানে গ্যাসের ধোঁয়ায় দম বন্ধ হয়ে৷ তবে বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৩৮ এবং দমবন্ধ হয়ে মারা গেলেও তাঁরা সবাই ছিলেন পুলিশ ভ্যানে৷
গত কয়েকদিনে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ আন্দোলনের ধরণ কিছুটা পাল্টালেও মুরসির এ দল এখনো তাদের মূল দাবি থেকে সরেনি৷ অন্যদিকে মুসলিম ব্রাদারহুডের দাবি অনুযায়ী, মুরসি এবং তাঁর সরকারের প্রণয়ন করা সংবিধানকে ফিরিয়ে আনার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না মিশরের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাজে৷ সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, মুসলিম ব্রাদারহুডকেই মুরসিকে ক্ষমতার বাইরে রেখে দেশে শান্তি ফেরানোর চলমান উদ্যোগের অংশ হতে হবে৷
সোমবার ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈঠক৷ ইউরোপের দেশগুলোর এই জোটের এ বৈঠকে মিশরকে ৫ বিলিয়ন ইউরোর অনুদান ও ঋণ হিসেবে দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে৷
এসিবি / ডিজি (রয়টার্স, এএফপি)