মিয়ানমার-ভারত
২৮ মে ২০১২দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সোমবার মিয়ানমারের সঙ্গে ১২টি চুক্তি সই করেছেন৷
চুক্তির বিষয়
নিরাপত্তা, সীমান্ত এলাকা ও দুদেশের মধ্যে পরিবহণ ব্যবস্থার উন্নয়ন সহ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে চুক্তি হয়েছে৷ সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রীর মনমোহন সিং আজ সোমবার মিয়ানমারের প্রেসিডেন্ট তেইন সেইন'এর সঙ্গে বৈঠক করেন৷ সেসময় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়৷ জানা গেছে, বঙ্গোপসাগরে একটি বন্দর নির্মাণে মিয়ানমারকে সহায়তা করবে ভারত৷
কতটা গুরুত্বপূর্ণ এই সফর
অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ৷ কেননা পরিবর্তিত পরিস্থিতিতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে অনেকেই৷ মিয়ানমারের রয়েছে তেল ও গ্যাসের বিশাল মজুত৷ তাই দেশটির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারলে সেটা উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য ভালো হবে৷ এছাড়া কৌশলগত কারণেও ভারতের মিয়ানমারকে প্রয়োজন৷ কেননা ইতিমধ্যে মিয়ানমারের উপর বেশ প্রভাব বিস্তার করে ফেলেছে চীন৷ ভারত চাইছে তাতে কিছুটা ভাগ বসাতে৷ এছাড়া আসিয়ানের সঙ্গে সম্পর্ক বাড়াতেও মিয়ানমারকে প্রয়োজন হবে ভারতের৷
কেমন ছিল সম্পর্ক?
দু'দেশের সম্পর্কটা আসলে একেক সময় একেক রকম ছিল৷ যেমন, শুরুর দিকে অং সান সু-চি'র প্রতি ব্যাপক সমর্থন দেখালেও নব্বইয়ের মাঝামাঝি জুনতা শাসকের দিকে কিছুটা হেলে পড়েছিল ভারত৷ সেজন্য পশ্চিমা বিশ্বের সমালোচনাও শুনতে হয়েছে৷ আর ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনা করলে দেখা যাচ্ছে, চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে ভারত৷ পরিসংখ্যান বলছে, ২০১০ সালে মিয়ানমারের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার৷ চীনের ক্ষেত্রে যেটা ছিল প্রায় চারগুণ বেশি৷ আরেক হিসেবে দেখা যাচ্ছে, চীন মিয়ানমারে গত বছর ৮৩০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করলেও ভারত করেছে মাত্র ১৯ কোটি ডলার৷ তবে মনমোহনের এই সফরের মধ্য দিয়ে সব দিক দিয়েই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ভারত৷ এজন্য প্রধানমন্ত্রী শুধু নিজে নন, সঙ্গে নিয়ে গেছেন উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল৷
প্রতিবেদন: জাহিদুল হক (এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ