1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমিয়ানমার

মিয়ানমারে হামলায় নিহত ২৯, সন্দেহের তিরে সেনাবাহিনী

১০ অক্টোবর ২০২৩

সোমবার মিয়ানমারের কাচিন রাজ্যের এক শরণার্থী শিবিরে চালানো হামলায় অন্তত ২৯ জন নিহত ও ৫৬ জন আহত হয়৷ কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি৷ তবে স্থানীয় গণমাধ্যমের একাংশ বলছে, সামরিক বাহিনী এতে জড়িত থাকতে পারে৷

https://p.dw.com/p/4XM8Z
Myanmar Kachin Independence Army (KIA) Soldat
ছবি: Esther Htusan/AP Photo/picture alliance

মিয়ানমারের গণমাধ্যম খবরে বলা হয়, সোমবার গভীর রাতে উত্তরাঞ্চলীয় রাজ্যের এক শরণার্থী শিবিরে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে৷

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)-র কর্নেল ন বু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা এ পর্যন্ত ২৯ জনের মৃতদেহ পেয়েছি, যাদের মধ্যে শিশু এবং প্রবীনও রয়েছে৷ এছাড়া আহত অবস্থায় ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে৷''

গভীর রাতে চালানো হয় বলে হামলার ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ মিয়ানমারের গণমাধ্যমের এক অংশ বলছে, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে হামলাকারীরা চলে যায়, তবে আরেক অংশের দাবি- ড্রোনের মাধ্যমে চালানো বোমা হামলা এবং পদাতিক বাহিনীর গুলির শিকার নিহত এবং আহতরা৷

মিয়ানমারের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা ছবিতে বিধ্বস্ত শরণার্থী শিবিরটিতে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে৷

কাচিন হিউম্যান রাইটস ওয়াচ ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করেছে৷ এক বিবৃতিতে তারা জানায়, নিহতদের মধ্যে ১৩ জন শিশু৷ তবে তারা জানিয়েছে, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী সোমবারের এ হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন৷

এসিবি/ কেএম (এএফপি, এপি, রয়টার্স)