মিয়ানমারে হামলায় নিহত ২৯, সন্দেহের তিরে সেনাবাহিনী
১০ অক্টোবর ২০২৩মিয়ানমারের গণমাধ্যম খবরে বলা হয়, সোমবার গভীর রাতে উত্তরাঞ্চলীয় রাজ্যের এক শরণার্থী শিবিরে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে৷
কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)-র কর্নেল ন বু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা এ পর্যন্ত ২৯ জনের মৃতদেহ পেয়েছি, যাদের মধ্যে শিশু এবং প্রবীনও রয়েছে৷ এছাড়া আহত অবস্থায় ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে৷''
গভীর রাতে চালানো হয় বলে হামলার ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ মিয়ানমারের গণমাধ্যমের এক অংশ বলছে, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে হামলাকারীরা চলে যায়, তবে আরেক অংশের দাবি- ড্রোনের মাধ্যমে চালানো বোমা হামলা এবং পদাতিক বাহিনীর গুলির শিকার নিহত এবং আহতরা৷
মিয়ানমারের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা ছবিতে বিধ্বস্ত শরণার্থী শিবিরটিতে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে৷
কাচিন হিউম্যান রাইটস ওয়াচ ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করেছে৷ এক বিবৃতিতে তারা জানায়, নিহতদের মধ্যে ১৩ জন শিশু৷ তবে তারা জানিয়েছে, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী সোমবারের এ হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন৷
এসিবি/ কেএম (এএফপি, এপি, রয়টার্স)