‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’
১৩ ডিসেম্বর ২০১১এ প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ডয়চে ভেলেকে বললেন,‘‘স্বাধীনতার ৪০ বছর আসলে আমরা পালন করছি ঢাকা শহরের বিস্তৃতির কথা ভেবে৷ আমরা সেভাবেই অনুষ্ঠানের পরিকল্পনা করেছি নগর জুড়ে৷ ঢাকার আটটি মঞ্চে বিভিন্ন স্থানে ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরণের সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ এর মধ্যে নাচ, গান, আবৃত্তি, পথনাটক, গণসংগীত উল্লেখযোগ্য৷ প্রায় দুই শতাধিক সংগঠন এই বিজয় উৎসবে অংশগ্রহণ করছে৷ এই উৎসবের স্লোগান হচ্ছে, ‘মুক্তিযুদ্ধের শেষ নাই যুদ্ধাপরাধীর ক্ষমা নাই'৷ এই স্লোগানটি সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং তাদের কর্মীরা গত ৪০ বছর ধরে লালন করে আসছে৷''
আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল দশটায় ‘বিজয় শোভাযাত্রা' বের করা হয়েছে৷ শোভাযাত্রায় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত প্রায় এক হাজার কর্মী অংশগ্রহণ করেছেন৷ সাধারণ মানুষরাও যোগ দেন৷ ধরে নেয়া হচ্ছে, সবমিলে হয়তো দেড় হাজারের মত মানুষ দেখা গেছে শোভাযাত্রায়৷ বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল জ্বালান একাত্তরে হারিয়ে যাওয়া মানুষের স্বজনরা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক