মিশর
২৫ নভেম্বর ২০১২প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির গত সপ্তাহে জারি করা বিশেষ আদেশ নিয়ে ইতিমধ্যে রাজপথ উত্তপ্ত৷ রাজধানী কায়রোয় বিক্ষোভকারীরা প্রতীকী তাঁবু স্থাপন করে মুরসির সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন৷ শুক্রবার থেকে শুরু হওয়া এই নতুন আন্দোলন ও বিক্ষোভে অন্তত ৩০০ জন আহত হয়েছে৷ মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির তিনটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে৷
তবে রাজপথের এমন উত্তাল পরিস্থিতির সাথে এবার যুক্ত হয়েছে মুরসির আদেশের বিরুদ্ধে বিচারকদের শক্ত অবস্থান৷ শনিবার দিনশেষে বিচারকদের প্রতিনিধিত্বশীল জোট ‘জাজেস ক্লাব' জরুরি বৈঠক করে মুরসির ২২শে নভেম্বরের আদেশ ও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ ঐ বিতর্কিত আদেশে বলা হয়েছে যে, প্রেসিডেন্টের সিদ্ধান্ত ও আদেশের বিরুদ্ধে কোন আইনি আপত্তি তোলার অবকাশ থাকবে না৷ এছাড়া হোসনি মুবারকের আমলে নিয়োগপ্রাপ্ত সরকারি কৌঁসুলি আব্দেল মাগিদ মাহমুদকে বরখাস্ত করেছেন মুরসি৷ জাজেস ক্লাবের বৈঠকে বরখাস্ত কৌঁসুলিকে বীরের মর্যাদা দেওয়া হয় এবং ক্লাবের প্রধান আহমেদ আল জিন্দ প্রেসিডেন্টের আদেশের প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়ে মাহমুদকে তাঁর আগের পদবী উল্লেখ করেই সম্বোধন করেন৷
জাজেস ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, প্রেসিডেন্ট মুরসি তাঁর এই বিতর্কিত ডিক্রি প্রত্যাহার না করলে বিচারকরা কর্মবিরতি পালন করবেন৷ এছাড়া মিশরের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক জরুরি বৈঠক করে মুরসির নতুন সিদ্ধান্তকে বিচার বিভাগের উপর ‘অনাকাঙ্খিত হস্তক্ষেপ' বলে এর সমালোচনা করেছে৷ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নতুন ঘোষণা বিচার বিভাগের ক্ষমতা এবং স্বাধীনতার উপর অনাকাঙ্খিত হস্তক্ষেপ৷'' তাই বিচার বিভাগের অবমাননা হয় এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য মুরসির প্রতি আহ্বান জানানো হয়৷
এদিকে, নোবেল পদক বিজয়ী জাতিসংঘের সাবেক কূটনীতিক মোহামেদ এল বারাদি প্রেসিডেন্টের হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করার ইঙ্গিতবাহী বিতর্কিত আদেশের সমালোচনা করে বলেন এই আদেশের ফলে ‘নতুন ফেরাউন' সৃষ্টি হয়েছে৷ তিনি প্রেসিডেন্ট মুরসির প্রতি এই আদেশ বাতিলের আহ্বান জানান৷ এল বারাদি বলেন, ‘‘যখন কোন স্বৈরশাসক নিপীড়নমূলক এবং ঘৃনিত পদক্ষেপ গ্রহণ করে বলে যে, বিভেদ দূর করতে আলোচনায় বসুন, তখন আলোচনার কোন মানে হয় না৷ আমি মনে করি না যে, মুরসি এই আদেশ বাতিল করার আগে কোন আলোচনা সম্ভব৷''
এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)