1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুরুব্বীদের নেতৃত্বে তালেবান সরকার

৭ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিল তালেবান৷ এই সরকারে তালেবানের ‘ওল্ড গার্ড' বা বর্ষীয়ানদেরই প্রাধান্য বেশি৷ অ্যামেরিকান ও তাদের মিত্র আফগান বাহিনীর বিরুদ্ধে ২০ বছর ব্যাপী যুদ্ধে এই বর্ষীয়ানরাই নেতৃত্বে ছিলেন৷

https://p.dw.com/p/402ZB
Afghanistan Kabul, | Pressekonferenz der Taliban: Mullah Mohammad Hasan Akhundzada soll Taliban leiten
ছবি: Bilal Guler/AA/picture alliance

মঙ্গলবার ঘোষণা করা এই সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোল্লাহ হাসান আখুন্দ৷ তালেবানের আগের আমলের শেষের বছরগুলোতেও তিনি সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন৷ তার ডেপুটিদের একজন হলেন মার্কিনিদের সঙ্গে আলোচনায় অংশ নেয়া এবং চুক্তিতে সই করা মোল্লাহ আবদুল গানি বারাদার৷

এছাড়া ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লাহ ওমরের সন্তান মোল্লাহ ইয়াকুব৷ হাক্কানি নেটওয়ার্কের কর্ণধার সেরাজুদ্দিন হাক্কানি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন৷ আমির খান মুত্তাকি পালন করবেন অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব৷

এর আগে, গত মাসে মাত্র আটদিনের মধ্যে কার্যত পুরো আফগানিস্তানের দখল নিয়ে নেয় তালেবান যোদ্ধারা৷ মার্কিন সেনার হাতে থাকে কেবল কাবুল বিমানবন্দর৷ ৩১ আগস্ট মার্কিনিদের সবশেষ বিমানটি ছেড়ে গেলে সেটিও দখল করে তালেবানরা৷ সবশেষ আফগানিস্তানের উত্তর-মধ্যাঞ্চলে পঞ্জশির ভ্যালিতে তালেবানবিরোধীদের সঙ্গে সংঘাত হয়৷ মঙ্গলবার সেটিও দখলে নেয়ার দাবি করে তালেবানরা৷ এরপরই এই অন্তর্বর্তী সরকার ঘোষণা করে দলটি৷

জেডএ/কেএম (এপি, রয়টার্স)