মেক্সিকোর শরণার্থী শিবিরে আগুন, নিহত ৩৯
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর চিউদাদ জুয়ারেস শহরের শরণার্থী শিবিরটিতে মঙ্গলবার আগুন লাগে৷ আগুনে ঝলসে যান অনেকে৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের৷ ছবিঘরে বিস্তারিত...
সরকারি অভিবাসন ইনস্টিটিউটের শিবিরে...
মঙ্গলবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর চিউদাদ জুয়ারেস শহরের জাতীয় মাইগ্রেশন ইন্সটিটিউট (আইএনএম)-এর একটি শরণার্থী শিবিরে আগুন লাগলে ৩৯ জন নিহত এবং অনেকে আহত হন৷ ছবিতে স্বামীকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জানালায় চোখ রেখে কান্নায় ভেঙে পড়েছেন ভেনেজুয়েলা থেকে আসা শরণার্থী ভিয়াংলি৷
অধিকাংশই ভেনেজুয়েলার নাগরিক
শরণার্থী শিবির থেকে গুরুতর আহতদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ জানা গেছে, মঙ্গলবারের আগুনে নিহত এবং আহতদের অধিকাংশই ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসনপ্রত্যাশী৷
সারি সারি লাশ
চিউদাদ জুয়ারেস শহরে জাতীয় মাইগ্রেশন ইন্সটিটিউট (আইএনএম)-এর শরণার্থী শিবিরের বাইরে সারি সারি মৃতদেহ৷
হায় শৈশব!
মেক্সিকোর সেনাবাহিনী এবং দমকল বাহিনীর সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন৷ কাছ থেকেই সেই দৃশ্য দেখছেন শিশুরা৷
অ্যাম্বুলেন্সের লাইন
ভাগ্যান্বেষণে দেশ ছেড়ে প্রবাসে আগুনে পুড়ে আহত ও নিহ তদের হাসপাতালে নেয়ার জন্য ক্যাম্পের বাইরে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন৷
আগুনে পোড়ার যন্ত্রণা
আগুনে শরীরের অনেক অংশই পুড়ে গেছে ৷ সেই যন্ত্রণায় কাতর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্ত৷
অগ্নিকাণ্ডের কারণ
ভয়াবহ এই আগুনের কারণ এখনো জানা যায়নি৷ ওপরের ছবিতে আগুনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মেক্সিকোর দুই নাগরিক৷