লামের আশা
১৪ জুলাই ২০১৩এ বছর জার্মান বুন্ডেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ তিন তিনটি ট্রফি জিতেছে বায়ার্ন মিউনিখ৷ এভাবে ‘ট্রেবল' জয়ের সুবাদে তারকায় ঠাসা স্পেনের দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে অনেক পেছনে ফেলেছে বাভারিয়ার এই ক্লাব৷ মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, মোট গোল, হ্যাটট্রিক – এসবে বার্সার মেসি আর রিয়ালের রোনাল্ডো হয়ত এগিয়ে থাকবেন, কিন্তু ট্রফি জয়ে বায়ার্ন খেলোয়াড়দের ধারেকাছেও নেই তাঁরা৷ তাই জার্মানি ও বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম মনে করেন,এ বছর ফিফা বর্ষসেরা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, টমাস ম্যুলার, ফ্রাঙ্ক রিবেরি আর আরিয়ান রবেনের মধ্যে একজন হলেই সবচেয়ে ভালো হয়৷
বায়ার্নের এই চার ফুটবলার রয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলার পু্রস্কারের জন্য তৈরি করা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায়৷ সুতরাং ইউরোপ সেরা হওয়ার সম্ভাবনা তাঁদের আছে৷ বায়ার্নের এই চার খেলোয়াড়ের মধ্যে শোয়াইনস্টাইগার আর ম্যুলারই শুধু জার্মান৷ রিবেরি ফ্রান্সের আর রবেন নেদারল্যান্ডসের৷ জার্মান কোনো খেলোয়াড়, যিনি সর্বেশেষ ফিফা বর্ষসেরা হয়েছিলেন, তিনি হচ্ছেন লোটার মাটেউস, ১৯৯১ সালে৷ ২২ বছর পর অন্য কেউ এমন সাফল্য পাবেন কিনা জানতে অপেক্ষায় থাকতে হবে৷
এসিবি/ডিজি (ডিপিএ)