1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েরা মন্দিরে গেলে বাড়বে ধর্ষণ

আরাফাতুল ইসলাম১২ এপ্রিল ২০১৬

মেয়েদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিলে ধর্ষণ বাড়বে৷ কারণ, মন্দিরে গেলে তাদের ওপর নাকি শনি দেবের কুনজর পড়বে৷ হ্যাঁ, এমনটা দাবি করেই তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন হিন্দুদের ধর্মীয়গুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী৷

https://p.dw.com/p/1ITg8
প্রতীকী ছবি
ছবি: Reuters/Olivia Harris

মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মেয়েদের প্রবেশের খবরে যারা উচ্ছ্বসিত, তাদের আনন্দে এবার জল ঢাললেন হিন্দু ধর্মাবলম্বীদের এক ধর্মীয় নেতা স্বরূপানন্দ শঙ্করাচার্য৷ তাঁর দাবি, শনির মন্দিরে প্রবেশের কারণে মহিলাদের প্রতি অপরাধ, ধর্ষণের সংখ্যা বাড়বে৷ হরিদ্বার সফররত এই নেতা সোমবার গণমাধ্যমকে বলেন এ কথা৷


হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, মেয়েরা শনি দেবতার মন্দিরে ঢুকলে শনি বিগ্রহের বেদী থেকে এক অশুভ কম্পন ওঠে, যা সংসার ও সমাজের ক্ষতি ডেকে আনে৷ কারণ শাস্ত্র মতে শনি দেবতা অশুভ শক্তির প্রতীক, এমনটাই নাকি সংস্কার৷

তবে ধর্মীয় এই সংস্কার আদালতে বিশেষ গুরুত্ব পাচ্ছে না৷ বরং মুম্বইয়ের হাইকোর্ট নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে মত দিয়েছেন৷ এরপর মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরের ভেতরে শনিবার মেয়েরা প্রবেশের সুযোগও পায়৷ অবসান ঘটে চার’শ বছরের নিষেধাজ্ঞার৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে মন্তব্য করেছেন অনেকে৷




তাই শঙ্করাচার্য যাই বলুক না কেন, মেয়েদের মন্দিরে প্রবেশের অধিকারকে আমলে নিয়েছে আরো একটি মন্দির৷ সোমবার কোলাপুর মহালক্ষ্মী মন্দিরেও কয়েক নারীকে প্রবেশের সুযোগ দেয়া হয়৷ যদিও তার পর পরই মন্দির কর্তৃপক্ষ জানায় যে, নারীদের প্রবেশ সেখানে নিষিদ্ধই থাকবে৷

ভারতের নারীবাদীরা অবশ্য থেমে নেই৷ বুধবার নাকি সেই মন্দিরে ঢোকার জন্য কোমর বেঁধেছেন প্রায় দু’শ নারী অ্যাক্টিভিস্ট, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমে৷

মন্দিরে ঢুকলে মেয়েরা ধর্ষিত হবেন – এ কথা কি মানেন? জানান আপনার মন্তব্য, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান