মোনাকো গ্রঁ প্রি জিতলেন পেরেস
রোববার মোনাকো গ্রঁ প্রি জিতেছেন মেক্সিকোর ৩২ বছর বয়সি ড্রাইভার স্যারখিও পেরেস৷ তিনি এবছর রেড বুল রেসিংয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
প্রথম জয়
ফর্মুলা ওয়ানের ২০২২ মৌসুমের সপ্তম রাউন্ড রোববার মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে৷ মেক্সিকোর ৩২ বছর বয়সি ড্রাইভার স্যারখিও পেরেস এতে প্রথম হয়েছেন৷ এটিই এই মৌসুমে পেরেসের প্রথম জয়৷ তিনি এবছর রেড বুল রেসিংয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
পয়েন্টে এগিয়ে মাক্স ফ্যার্স্টাপেন
ফর্মুলা ওয়ানের সাত রাউন্ড শেষে ড্রাইভারদের পয়েন্ট তালিকায় ১২৫ পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন পেরেসের সহকর্মী নেদারল্যান্ডসের মাক্স ফ্যার্স্টাপেন৷ এই মৌসুমের এখন পর্যন্ত হওয়া সাত রাউন্ডের মধ্যে তিনি চারটিতে প্রথম হয়েছেন৷ ২৪ বছর বয়সি ফ্যার্স্টাপেন গতবারের চ্যাম্পিয়ন৷ এখন পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মোনাকোর নাগরিক ও ফেরারির ড্রাইভার শার্ল লেকলেয়া (১১৬) এবং পেরেস (১১০)৷
বৃষ্টি
গ্রঁ প্রি চলার সময় মোনাকোতে বৃষ্টি হচ্ছিল৷ সে কারণে ৭০ মিনিট দেরিতে প্রতিযোগিতা শুরু করতে হয়েছে৷
দুর্ঘটনা
ফর্মুলা ওয়ানের সাতবারের চ্যাম্পিয়ন জার্মানির মিশায়েল শুমাখারের ২৩ বছর বয়সি ছেলে মিক শুমাখারের গাড়ি রাস্তার পাশে থাকা ব্যারিকেডে লেগে দুর্ঘটনা ঘটেছিল৷ সে কারণে ২৭ ল্যাপের পর তাকে প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়৷ মোনাকোতে মোট ল্যাপ ছিল ৭৭টি৷ পরে সেটি ৬৪ ল্যাপে নামিয়ে আনা হয়েছিল৷
মোনাকোতে কি আর রেস হবে?
বর্তমান চুক্তি অনুযায়ী রোববার মোনাকোতে শেষবারের মতো ফর্মুলা ওয়ানের আয়োজন হয়ে গেছে৷ নতুন চুক্তি হবে কি না তা এখনও নিশ্চিত নয়৷ ফর্মুলা ওয়ান প্রধান জানিয়েছেন, নতুন করে রেস শুরু করতে চাইলে মোনাকোকে অনেক পরিবর্তন আনতে হবে৷
কী পরিবর্তন?
জানা গেছে, গ্রঁ প্রির আয়োজক হিসেবে মোনাকো যে টাকা দেয় তা অন্য আয়োজকদের তুলনায় অনেক কম৷ এছাড়া টেলিভিশন কাভারেজ চুক্তি নিয়েও মোনাকোর উপর খুশি নয় ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ৷ আবার ফর্মুলা ওয়ানের চুক্তি আছে রোলেক্সের সঙ্গে৷ অথচ মোনাকোর চুক্তি আছে আরেক ঘড়ি নির্মাতা টাগ হয়ারের সঙ্গে৷ এসব কিছুর পরে আছে আয়োজক হতে অন্যান্য শহরের আবেদন৷
ভেন্যু হতে আগ্রহ
গ্রঁ প্রির আয়োজক হতে এত শহর আবেদন করেছে যে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ বছরে ২৪ রাউন্ড আয়োজনের পরিকল্পনা করছে৷ এ বছর ২২টি রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে৷ প্রথমবারের মতো মায়ামিতে এবছর গ্রঁ প্রি হচ্ছে৷ লাস ভেগাসে শুরু হবে আগামী বছর থেকে৷ মধ্যপ্রাচ্যের চতুর্থ ভেন্যু হিসেবে কাতারেও ২০২৩ থেকে গ্রঁ প্রি শুরু হচ্ছে৷