''যারা চোর, তাদের সবাই মিলে চোর বলতে হবে''
২১ এপ্রিল ২০২৩‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল 'অগ্নিকাণ্ড ও নাশকতা'৷ আলোচনায় অতিথি হিসাবে এস এম কামাল হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দুর্নীতি বিষয়ে এক প্রশ্নের উত্তরে এস এম কামাল হোসেন বলেন, ''বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করে, আমি মনে করি তারা দেশের ভালো মানুষ না, তারা দেশের শত্রু। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।''
কিন্তু ক্ষমতাসীন দল কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতা বলেন, ''এর বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ না, সকল রাজনৈতিক দলের সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা চোর, তাকে সবাই মিলে যদি চোর বলি, তাহলে কিন্তু এটা বন্ধ হবে।''
এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রশ্ন তোলেন, কাউকে চোর বললে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করা হবে কিনা।
তিনি বলেন, ''আজকে আওয়ামী লীগ নাশকতার কথা বলছে বিএনপির বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। দেশে বাস্তব পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই হচ্ছে সকল রাজনীতিবিদের দায়িত্ব। এই যে রাত পোহালেই কালকে ঈদ। মানুষ কী অবস্থায় আছে! নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। ঈদে মানুষ ভালোমন্দ খেতে চায়। সন্তান-সন্ততিকে ভালো কিছু কাপড় উপহার দিতে চায়। আজ বাজারে যখন মানুষ যাচ্ছে ঈদের উপহার কেনার জন্য, না কিনেই ফিরে আসছে। কাপড়ের দাম প্রায় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে।''
বিভিন্ন কাপড়ের দোকানে ভিড়ের কথা তুলে ধরেন খালেদ মুহিউদ্দীন। উত্তরে প্রিন্স বলেন, দোকানে ভিড় হলেও বেশিরভাগ মানুষই কিছু না কিনেই ফিরে আসছে।
এডিকে/জেডএ