যুক্তরাষ্ট্রের উপর চীনের পাল্টা অবরোধ
২ ডিসেম্বর ২০১৯যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উপর অবরোধ দিতে যাচ্ছে চীন৷ এই তালিকায় আছে এনডোমেন্ট ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট৷
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং জানিয়েছেন, এই সংস্থাগুলো গত ছয় মাসে হংকংয়ের অস্থিরতায় খুব ‘বাজেভাবে' কাজ করেছে৷
পাশাপাশি হংকংয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিদর্শনও তারা বাতিল ঘোষণা করেছে৷
এর আগে গত সপ্তাহে হংকং নিয়ে দুটি বিল পাস করেছে ওয়াশিংটন৷ এর ফলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ওয়াশিংটন হংকংয়ের উপর অবরোধ আরোপ করতে পারবে৷ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সেখানে যথাযথ স্বায়ত্তশাসন আছে কিনা তা পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র৷ আরেকটি আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র হংকংয়ে টিয়ারগ্যাস, পিপার স্প্রে, রাবার বুলেট, স্টেন গানসহ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
সেই সময় এই আইনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ভয়ানক হস্তক্ষেপ এবং কর্তৃত্বপরায়ন আচরণ হিসেবে উল্লেখ করেছে দেশটি৷
‘‘আমরা যুক্তরাষ্ট্রকে ইচ্ছামতো আচরণ না করার পরামর্শ দিচ্ছি, নয়তো চীন দৃঢ়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে,'' জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পরবর্তীতে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাডকেও তলব করেছে তারা৷
এফএস/এসিবি (এএফপি, এপি)
গত ১৬ আগস্টের ছবিঘরটি দেখুন...