1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর সাহস নেই: ইরান

৫ জানুয়ারি ২০২০

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুলরাহিম মোসাভি বলেছেন সংঘাত বাড়ানোর মতো সাহস মার্কিন যুক্তরাষ্ট্রের নেই৷ ইরানের ৫২টি স্থাপনায় ডনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে এ কথা বলেন ইরানের সেনাপ্রধান৷

https://p.dw.com/p/3VjPd
Irak Najaf | Trauernde tragen den Sarg von Soleimani
ছবি: picture-alliance/AP Photo/A. Khalil

‘‘ইরানের ৫২টি স্থানে হামলা চালানোর সাহস মার্কিন যুক্তরাষ্ট্রের আছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়,'' সেনা প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ৷

তার আগে ইরানের কুদস বাহিনীর প্রধান কাসিম সোলেইমানিকে হত্যার প্রতিবাদে ইরানের প্রতিশোধের বিষয়ে ডনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন যদি এমন ঘটনা ঘটে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়ে এর জবাব দেবে৷

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থাপনাকে নিশানা করেছে এবং ইরান যদি মার্কিন জনগণের উপর বা কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায় তাহলে ইরানের স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে শক্ত জবাব দেওয়া হবে৷

ইরানের সাংস্কৃতিক স্থাপনা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র

চলমান পরিস্থিতিতে শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছিলেন ডনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, সোলেইমানিকে হত্যার প্রতিশোধের বিষয়ে খুব ভয়াবহ কথা বলছে ইরান৷

‘‘যদি তারা অ্যামেরিকার কোনো স্থাপনা বা অ্যামেরিকানদের উপর হামলা চালায় তাহলে আমরা ইরানের ৫২ স্থাপনা টার্গেট করেছি যেখানে হামলা চালিয়ে দ্রুত ও শক্ত জবাব দেব৷ এর মধ্যে রয়েছে ইরানের এমন কিছু স্থাপনা যেগুলো ইরান ও তার সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’’ বলেন তিনি৷

জবাবে ডনাল্ড ট্রাম্পকে ‘ছদ্মবেশী সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান৷

ইরানের তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী জাভাদ আজারি-জাহরোমি এক টুইট বার্তায় বলেন, ‘‘হিটলার, আইএস, চেংগিস খান এর মতো৷ তারা সবাই অন্যের সংস্কৃতিকে ঘৃণা করে৷ ট্রাম্প একজন ছদ্মবেশী সন্ত্রাসী৷ খুব দ্রুতই সে ইতিহাস জানতে পারবে৷ ইরান এবং এর সংস্কৃতিকে কেউ ধ্বংস করতে পারবে না৷''

ট্রাম্প সমস্ত প্রশংসার যোগ্য: নেতানিয়াহু

কাসিম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেয়ায় ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ এজন্য ‘‘ট্রাম্প সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য’’ বলে অভিহিত করেন তিনি৷

রোববার ইসরায়েলের মন্ত্রীসভাকে নেতানিয়াহু জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছিল সোলেইমানি৷ ইরানের বিরুদ্ধে নেয়া অবস্থানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷

নির্বোধ আচরণ করেছে যুক্তরাষ্ট্র: হেজবুল্লাহ

জেনারেল কাসিম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র নির্বোধের মতো আচরণ করেছে, বলেছেন লেবাননের হেজবুল্লাহ বাহিনীর উপপ্রধান৷

শেখ নাইম কাসেম রোববার বৈরুতে ইরানের দূতাবাসে শোক জানাতে যান৷ এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরান ও তার মিত্রদের আরো শক্তিশালী করবে৷ কাসেম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সামনে বুঝতে পারবে যে তার হিসাবে ভুল ছিল৷ 

আরআর/এফএস (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)