1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ৪

৫ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে বুধবার ১৪ বছর বয়সি এক স্কুল শিক্ষার্থীর গুলিতে অন্তত চারজন মারা গেছেন বলে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে৷ এর মধ্যে দুজন একই স্কুলের শিক্ষার্থী, অন্য দুজন শিক্ষক৷ আহত হয়েছেন নয় জন৷

https://p.dw.com/p/4kILm
যুক্তরাষ্ট্রে এ বছর আগ্নেয়াস্ত্র সহিংসতায় অন্তত ১১ হাজার ৫৫৭ জন মারা গেছেন বলে জানিয়েছে অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ, জিভিএ৷
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে গুলিতে নিহত অন্তত চারজনছবি: ABC Affiliate WSB/REUTERS

সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে বলে জানিয়েছে জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন৷

জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৭০ কিলোমিটার দূরের উইডোর শহরের অ্যাপালাচি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে৷ 

এফবিআই জানিয়েছে, বছরখানেক আগে সন্দেহভাজন ঐ হামলাকারী স্কুলে গুলি করার হুমকি দিয়েছিল৷ সেই সময় পুলিশ তাকে ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছিল৷ যদিও ঐ শিক্ষার্থী হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছিল৷ পরে তাকে নজরে রাখতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল৷

কাউন্টি শেরিফ জুড স্মিথ জানান, সন্দেহভাজন হামলাকারী নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করেছিল কিনা, তা এখনও জানা যায়নি৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন৷

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘বন্দুক সহিংসতার মহামারি' শেষ করার সময় এসেছে৷

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাকারী ‘অসুস্থ ও বিভ্রান্ত দানব' ছিল৷

যুক্তরাষ্ট্রে এ বছর আগ্নেয়াস্ত্র সহিংসতায় অন্তত ১১ হাজার ৫৫৭ জন মারা গেছেন বলে জানিয়েছে অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ, জিভিএ৷ চলতি বছরে অন্তত ৩৮৪টি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে৷ যে গোলাগুলিতে অন্তত চারজন নিহত বা আহত হওয়ার ঘটনা ঘটে সেগুলোকে ব্যাপক গোলাগুলির ঘটনা বলে চিহ্নিত করে জিভিএ৷

জেডএইচ/এসিবি (এএফপি)