যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের গণকবর
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। লাশ এত বেশি যে কবর দেয়ার জন্য নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা। ড্রোন থেকে তোলা ছবিতে তারই কিছু মুহূর্ত...
ভয়াবহ বিপর্যয়ে যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে নেমেছে বিপর্যয়৷ তবে যুক্তরাষ্ট্রে মাত্রাটা অনেক বেশি৷ ভাইরাসটির প্রাদূর্ভব প্রথমে চীনে দেখা গেলেও চীন পরিস্থিতি সামলে নিয়েছে৷ এশিয়া থেকে ইউরোপেও ছড়িয়ে পড়লে শুরুতে মৃত্যুর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল ইতালি, ঠিক পেছনেই ছিল স্পেন৷ কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র৷ মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে সেখানে৷
'মৃত্যুপুরী' নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের৷ গোটা দেশের মোট আক্রান্তের ৩৪ ভাগই নিউইয়র্কের৷ ফলে করোনায় মৃতদের জন্য এখন আর কবর খুঁজে পাওয়া যাচ্ছে না৷ গণকবর দেয়া শুরু করতে হয়েছে বাধ্য হয়ে৷
কেন এই গণকবর
যে হারে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হচ্ছে, সেই হারে আলাদাভাবে সবাইকে কবর দেয়ার জায়গা এবং এত বড় কর্মযজ্ঞে শরিক হওয়ার মতো লোকবলের অভাব রয়েছে৷ তাই বহু মানুষকে কবর দেয়া হচ্ছে একসঙ্গে৷
কোথায় এই গণকবর?
মৃত্যুহার খুব দ্রুত কমাতে না পারলে যুক্তরাষ্ট্রে কত জায়গায় গণকবরের ব্যবস্থা করতে হবে তা এখন বলা মুশকিল৷ তবে নিউইয়র্কের হার্ট আইল্যান্ডের অন্তত একটি গণকবরের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে৷
কবর খোঁড়ার ধুম
ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যায়, হার্ট আইল্যান্ডে করোনা ভাইরাসে মৃতদের জন্য কবর খোঁড়ার কাজ চলছে পুরোদমে৷
শেষ বিদায়ে 'একা'
মৃতদের হাসপাতাল থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে গণকবরে৷ সংক্রমণ এড়াতে মৃত ব্যক্তির আত্মীয়স্বজনদের অনুপস্থিতিতেই দেয়া হচ্ছে কবর৷
সারি সারি কবর, থরে থরে কবর
লম্বা লাইনে অনেক মৃতদেহ পাশাপাশি কবর দিয়েও চলছে না, হাট আইল্যান্ডে কয়েক স্তরে কবর দেয়া হচ্ছে করোনায় মৃতদের৷