জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী কী করা যায়? ওয়াশিংটন ডিসিতে পার্কগুলো পরিষ্কার করার এক স্বেচ্ছাসেবী সংগঠন মনে করে, ক্ষতিপূরণই হতে পারে সমাধান৷ কাজ করতে পারছেন না, এমন একদল মানুষকে নিয়ে এই সংগঠন কাজ করছে শহুরে প্রকৃতিকে পরিষ্কার রাখার জন্য৷ জানাচ্ছেন ডয়চে ভেলের আলেক্সান্দ্রিয়া উইলিয়ামস৷