যুদ্ধ জাহাজ ডোবানো এক নজিরবিহীন প্ররোচনা: ক্লিনটন
২৬ মে ২০১০ক্লিনটন দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার পর সৌল ত্যাগ করেছেন৷ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার একদিন পর, সৌল-এ ক্লিনটনের এই সফর অনুষ্ঠিত হলো৷ ক্লিনটন বুধবার বলেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার এটি এক নজিরবিহীন প্ররোচনা৷ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারিয়েছেন৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই ঘটনার প্রতিক্রিয়া জানানো৷ এই সঙ্কটের সম্ভাব্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্যই ক্লিনটন সৌল সফর করেন৷ তবে উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হলে সেও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে৷
চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার সরকার মার্চ মাসে তাদের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়ার জন্যে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে৷ এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে৷ পিয়ংইয়ং এই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এটি একটি অতিরঞ্জিত প্রচারণা৷ একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করা এবং সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্তায় রাখার ঘোষণা দেয়৷
প্রতিবেদক: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন