1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনমিলন যখন ঝুঁকিপূর্ণ!

জুডিথ হার্টল / এআই১১ সেপ্টেম্বর ২০১৬

এমনটা বলছে এক গবেষণা৷ যৌনমিলন নাকি বৃদ্ধ বা বুড়োদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে৷ তাই বলে অবশ্য সেক্স করা থেকে বিরত থাকতেও বলা হচ্ছে না৷

https://p.dw.com/p/1JywG
পুরুষালী প্রতীকী মূর্তি
ছবি: Fotolia/Atlantis

নতুন এক গবেষণা বৃদ্ধদের কিছু অনাকাঙ্খিত খবর দিচ্ছে৷ উত্তেজনাপূর্ণ এবং আনন্দময় যৌনজীবন নাকি তাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে৷ ‘জার্নাল অফ হেল্থ অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার'-এ প্রকাশিত গবেষণাটিতে ৫৭ থেকে ৮৫ বছর বয়সি ২,২০৪ জন নারী ও পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে৷ প্রথমবার তাদের সঙ্গে কথা বলার পাঁচবছর পর আবারো তাদের সঙ্গে কথা বলা হয়েছে যৌনমিলনের কারণে তাদের জীবনের পরিবর্তনগুলো বোঝার জন্য৷

গবেষণা-পত্রের লেখকরা আবিষ্কার করেছেন, যেসব বৃদ্ধ পুরুষ সপ্তাহে অন্তত একবার যৌনমিলনে লিপ্ত হয়েছেন তারা, যারা যৌনমিলনে লিপ্ত হননি, তাদের তুলনায় বেশি হৃদপিণ্ডের সমস্যার কথা জানিয়েছেন৷ গবেষণার লেখক হুই লুই এই বিষয়ে বলেন, ‘‘বৃদ্ধদের মধ্যে যারা সঙ্গিনীর সঙ্গে রতিক্রিয়ায় অনেক আনন্দ এবং সন্তুষ্টি পান আর যারা এমনটা পান না, তাদের চেয়ে কার্ডিওভাসকুলার সমস্যায় বেশি পড়েন৷''

তবে নারীদের মধ্যে যৌনমিলনের কারণে কোনো রকম শারীরিক ক্ষতির আলামত পাননি গবেষকরা৷ বরং যেসব নারী যৌনজীবনে খুশি, তাদের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যার হার যৌনজীবনে অসন্তুষ্টদের চেয়ে কম৷ ফলে দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে যৌনমিলন নারীদের জন্য বরং উপকারী৷

গবেষকরা অবশ্য এটাও জানিয়েছেন, শেষ বয়সে সক্রিয় যৌনজীবন নারী-পুরুষ উভয়কেই হাসিখুশি, সন্তুষ্ট এবং বার্ধক্যের প্রভাব থেকে দূরে রাখে৷ তাই শুধুমাত্র এই একটি গবেষণার উপর ভিত্তি করে যৌনমিলন থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন না তারা৷ বরং যৌনমিলনের ইতিবাচক দিক অনেক বেশি৷ তাছাড়া গবেষক লুইয়ের মতে, বৃদ্ধ বয়সে যৌনমিলনের ক্ষেত্রে অর্গাজম বা চরমতৃপ্তি পর্যন্ত পৌঁছাতে পুরুষদের অনেক সময় বেশ বেগ পেতে হয়, কেননা, শারীরিক সক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে৷ তাসত্ত্বেও চরমতৃপ্তি পাওয়ার বাসনা পুরুষের হৃদযন্ত্রে একধরনের বাড়তি চাপ তৈরি করে, যা থেকে হার্টঅ্যাটাক হতে পারে বলে মনে করেন তিনি৷

যৌনমিলন যে শারীরিক ক্ষতি বয়ে আনে, তা কি জানতেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য