1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্র উৎসব নিয়ে সন্তুষ্ট বন্যা

৩০ ডিসেম্বর ২০১১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘রবীন্দ্র উৎসব’৷ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে সুরের ধারার আয়োজনে এই উৎসব৷

https://p.dw.com/p/13bme
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের সমুদ্রসম গানের ভাণ্ডারকে শ্রোতার কাছে পৌঁছানোই এ উৎসবের মূল উদ্দেশ্য৷ উদ্বোধনী আয়োজনের প্রধান আকর্ষণ ছিল সহস্র শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশনা৷ সম্মেলন কেন্দ্রের খোলা চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এর আগে রবীন্দ্রনাথের ‘গীতবিতান'-এর ২ হাজার ২২২টি গান নিয়ে প্রকাশিত হয় ‘শ্রুতি গীতবিতান'৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর মোড়ক উন্মোচন করেন৷

উৎসব স্থলে শত ব্যস্ততার মাঝেও ডয়চে ভেলের সাথে টেলিফোন আলাপচারিতায় যোগ দেন সুরের ধারা'র চেয়ারপারসন ও অধ্যক্ষ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা৷ এই উৎসবে এখন পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘‘এই উৎসব তো এখনও চলছে৷ আগামীকাল শেষ হলে এটির মূল্যায়ন পুরোপুরি করা যাবে৷ তবে আমরা যেমনটি আশা করেছিলাম যে, এটি একটি উৎসব হবে যেখানে শ্রোতারা আসবেন, যাবেন, ভাববিনিময় করবেন, মত বিনিময় করবেন, সেদিক থেকে এটি শতভাগ সফল এবং এখানেই আমাদের সফলতা৷''

Rabindranath Tagore
রবী ঠাকুরের লেখাছবি: Hasibur Rahman

কবিগুরুর ২২২২টি গান নিয়ে প্রকাশিত হলো ‘শ্রুতি গীতবিতান'৷ কিন্তু এতে গানের সংখ্যাটা এমন হওয়ার কারণ কী - জানতে চাইলে তিনি বললেন, ‘‘গীতবিতানের সকল গানের মধ্যে বেশ কিছু গানের সুর পাওয়া যায়নি৷ তাই সেগুলো গাওয়া যায়নি৷ সেকারণেই গানের সংখ্যাটা সমান নয়৷''

এই উৎসবে বিভিন্ন দেশ থেকে আসা রবীন্দ্র শিল্পীদের উৎসাহ-উদ্দীপনা সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘সবাই খুব খুশি৷ সবাই বেশ উৎসাহের সাথে বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন৷ সবদিক থেকেই এই উৎসব বেশ সফল হয়েছে৷ আমরা এতোটা ভাবতেও পারিনি যে, এতোটা চমৎকার আয়োজন করতে পারবো৷ তাই আমরাও খুব খুশি হয়েছি সবার সহযোগিতা এবং অংশগ্রহণের কারণে৷''

উৎসবে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করেন ফাহমিদা খাতুন, অদিতি মহসিন, অনিরুদ্ধ সেনগুপ্ত, মহুয়া মঞ্জুরী সুনন্দা ও প্রতীক এন্দ৷ বিশেষ আকর্ষণ ছিল শ্রীকান্ত আচার্যের রবীন্দ্র সংগীত পরিবেশনা৷ আবৃত্তি পরিবেশন করেন কলকাতার ব্রততী বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া উৎসবের বিভিন্ন সেমিনারে অংশ নিচ্ছেন কবি শঙ্খ ঘোষ, রবীন্দ্রভারতীর উপাচার্য করুণাসিন্ধু দাশ ও বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত৷

উৎসবে আরও থাকছে রবীন্দ্রনাথের গান, গীতিনাট্য, নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের গল্পভিত্তিক চলচ্চিত্র ও রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি চলচ্চিত্র এবং বইয়ের প্রদর্শনী৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য