‘রমজানের ঐ রোজার শেষে’ দেশে দেশে ঈদ
সারা বিশ্বে চলছে করোনা সংকট৷ কোথাও চলছে যুদ্ধ৷ এরই মাঝে ত্রিশ দিন সংযম পালন শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা উদযাপন করছেন ঈদুল ফিতর৷ অনেক দেশেই ঈদ উদযাপন শুরু হয়েছে বৃহস্পতিবার৷ দেখুন ছবিঘরে...
কুয়ালালামপুর, মালয়েশিয়া
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করছেন এক মুসল্লি৷
করাচি, পাকিস্তান
পাকিস্তানে ঈদ পালিত হয়েছে গতকাল৷ ঈদের নামাজের পর অনেক শিশু বায়না ধরেছে বাবা-মায়ের কাছে৷ করাচিতে সন্তানের বেলুন কেনার বায়না মেটাচ্ছেন এক বাবা৷
করাচি, পাকিস্তান
করাচিতে ঈদের জামাতে নামাজ পড়ছেন মুসলমানেরা৷
বালি, ইন্দোনেশিয়া
বালিতে নারীরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করছেন৷
রিয়াদ, সৌদি আরব
ঈদের নামাজ শেষে কোলাকুলি করেই শুরু হয় উৎসব উদযাপন৷ রিয়াদের কিং আব্দুলআজিজ মসজিদে নামাজ আদায়ের পর সেভাবেই ঈদের আনন্দ শুরু করলেন দুই নারী৷
পূর্ব জাভা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতেও বৃহস্পতিবার (গতকাল) ঈদ পালিত হয়৷ পূর্ব জাভার সুরাবায়াত শহরের আল আকবর মসজিদে ঈদের জামাত৷ সবাই সেখানে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ পড়েছেন৷
জেরুসালেম
জেরুসালেমের পুরাতন অংশে আল-আকসা মসজিদের কাছের ডোম অব দ্য রক মসজিদে ঈদের জামাত৷
জেরুসালেম
জেরুসালেমের পুরাতন অংশে আল-আকসা মসজিদের কাছের ডোম অব দ্য রক মসজিদের বাইরে সেল্ফি তুলছেন তিন নারী৷
তেহরান, ইরান
তেহরানের পশ্চিমাঞ্চলে নারীদের ঈদের নামাজ আদায়ের দৃশ্য৷
বসরা, ইরাক
ঈদ উপলক্ষে আসা অতিথিদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী৷
মোসুল, ইরাক
ইরাকের মোসুল শহরের খুব প্রাচীন মসজিদ আল মাসফি৷ সেখানে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা৷
কাবুল, আফগানিস্তান
তিন দিনের যুদ্ধবিরতির কারণে একটু শান্তিতে ঈদের নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানী কাবুলের মানুষ৷ তারপরও অবশ্য কঠোর নিরাপত্তার মধ্যেই আব্দুল রহমান মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা৷