রাখাইন পরিদর্শনে অং সান সু চি
২ নভেম্বর ২০১৭বৃহস্পতিবার সকালে রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে উত্তরের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা মংডুর উদ্দেশ্যে রওনা হন সু চি৷ এর আগে মিয়ানমার সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের পুনর্বাসিত করার কাজ শুরু হয়েছে বলে জানানো হয়৷ যদিও সরকারের এমন বক্তব্যের মধ্যেও রোহিঙ্গাদের প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালানো বন্ধ হয়নি৷
২ টি সামরিক বিমানে ২০ জনের একটি দল নিয়ে স্টেট কাউন্সিলর সু চি রাখাইনে যান৷ মংডুতে উপস্থিত এক রোহিঙ্গা ইমামের বরাত দিয়ে আরাকান প্রজেক্ট মনিটরিং গ্রুপের ক্রিস লিওয়া রয়টার্সকে বলেন, মংডুতে গিয়ে সু চি রাস্তায় জড়ো হওয়া মানুষদের সঙ্গে কথা বলেন৷ এ সময় তিনি শুধু তিনটি কথা বলেছেন – সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, সরকার তাদের সহায়তা করবে এবং নিজেদের মধ্যে বিবাদ করা উচিত নয়৷
সু চির দল এনএলডি ২০১৫ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ছিল, তিনি রাখাইনে শান্তি ফেরানোর উদ্যোগ নেবেন৷ কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মেনে নেওয়া বা তাঁদের দুর্দশা নিজের চোখে দেখার জন্য রাখাইনে যাওয়ার কোনো আগ্রহ তিনি এর আগে দেখাননি৷ এ বছরের আগস্টে রোহিঙ্গাদের উপর সেনা অভিযান শুরুর পর থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে৷ একে জাতিসত্ত্বা নিধন উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় তা বন্ধের আহ্বান জানিয়ে আসছে৷ এমন পরিস্থিতিতেই কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া রাখাইন রাজ্য পরিদর্শনে গেলেন সু চি৷
এখনো পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা শুরুর বিষয়টিও নিষ্পত্তি হয়নি৷ এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা রাখাইনে বসবাসের প্রমাণ দেখাতে পারবে, কেবল তাদেরই ফিরিয়ে নেওয়া হবে বলে মন্তব্য এসেছে মিয়ানমারের পক্ষ থেকে৷ তবে প্রাণভয়ে পালিয়ে আসা বেশিরভাগ রোহিঙ্গার কাছেই নেই প্রয়োজনীয় কাগজপত্র৷
সু চির এই সফর নিয়ে আপনার মতামত জানান আমাদের৷ লিখুন নীচে মন্তব্যের ঘরে৷
আরএন/এসিবি ( রয়টার্স)