রাজকীয় দায়িত্ব ছাড়ছেন মেগান ও হ্যারি
৯ জানুয়ারি ২০২০বুধবার একটি বিবৃতিতে মেগান ও হ্যারি জানান যে রাজপুত্র ও রাজকুমারী হিসাবে তাঁদের রাজদায়িত্ব ছাড়তে চলেছেন তাঁরা৷ এবিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেন হ্যারি ও মেগান৷
বিবৃতিতে বলেন, ‘‘রাজপরিবারের সদস্য হিসাবে আমাদের দায়িত্ব থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হতে চাই, রানী ও কমনওয়েলথের প্রতি আমাদের কর্তব্যের জন্য সম্মান বজায় রেখেই৷''
তাঁরা আরো বলেন, ‘‘আমরা আমাদের সময় যুক্তরাজ্য ও উত্তর অ্যামেরিকায় ভাগ করে কাটাব৷''
পূর্বাভাস কি আগে থেকেই ছিল?
২০১৯ সালের মে মাসে তাঁদের পুত্র আর্চির জন্মের পর থেকেই শোনা যাচ্ছিল হ্যারি ও মেগান পরিচিতির আলো থেকে সরে আসতে চান৷ শুধু তাই নয়, বড়দিনের ছুটিও তাঁরা যুক্তরাজ্যের বদলে ক্যানাডায় কাটান৷
দুই মহাদেশে সময় কাটানো বিষয়ে এই জুটি জানান, ‘‘এই ব্যবস্থা আমাদের সন্তানকে রাজকীয় পরম্পরার সাথে বেড়ে ওঠার সুযোগ দেবে৷ পাশাপাশি, আমাদের পরিবারকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রাইভেসি দেবে৷''
এদিকে রাজপরিবারের পক্ষে বাকিংহাম প্যালেস থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের মুখপাত্র জানান, ‘‘ভিন্ন পথে চলার এই আবেগকে আমরা বুঝতে পারছি৷ কিন্তু এই বিষয়গুলি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ৷''
এসএস/কেএম (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)