রাজনীতির আধার কাটাতে ‘আলোর মিছিল'
২৩ জানুয়ারি ২০১৫গতকালই ডয়চে ভেলে প্রকাশ করেছিল #হোকপ্রতিবাদ কর্মসূচির কথা৷ আজ আবার ফেসবুক দেখা যাচ্ছে ‘আলোর মিছিল'৷ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার, গণজাগরণ মঞ্চ এবং ব্লগার অ্যাক্টিভিস্টদের নেটওয়ার্ক বোয়ান ‘সন্ত্রাসবিরোধী আলোর মিছিল' শিরোনামে একটি ইভেন্টের আয়োজন করেছে৷
ইভেন্টটির ফেসবুক পাতায় লেখা হয়েছে, ‘‘রাজনীতির নামে চলছে হত্যা, নির্যাতন৷ দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন৷ পেট্রোলের আগুনে একে একে পুড়িয়ে মারা হয়েছে ২৬টি তাজা প্রাণ৷ আর কতো? আর কতোজন মানুষকে পুড়িয়ে মারা হলে আমরা জেগে উঠবো৷ এই বর্বরতার বিরুদ্ধে মানুষ কি জাগবে না?''
মানুষ পোড়ানোর রাজনীতি নিয়ে ফেসবুকে সরব আরো অনেকে৷ ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী ব্লগার আরিফ জেবতিক শুক্রবার ফেসবুকে লিখেছেন, ‘‘এরশাদের সময় যদি মানুষ পুড়িয়ে আন্দোলন সফল করা লাগত তাহলে ৯ বছরে দেশের অর্ধেক লোকের শরীরে পোড়া দাগ থাকত, বাকি অর্ধেক বেঁচেই থাকত না৷ সে সময়ও গাড়ি ভাঙচুর হয়েছে, পোড়ানো হয়েছে, ককটেল ফুটেছে৷ কিন্তু গাড়ির মানুষকে আগে নামিয়ে দেয়া হয়েছে, ককটেল মারা হয়েছে দেয়ালে – মানুষের শরীরে নয়৷ রাস্তার সাধারণ মানুষ পোড়ানোর বিষয়ে কোনো ‘যদি, কিন্তু' শুনতে চাই না৷ ফুল স্টপ৷''
টানা অবরোধে জনভোগান্তি নিয়ে সরব কথা সাহিত্যিক আনিসুল হকও৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বাসে আগুন দেওয়া বন্ধ করেন৷ বিএনপি নেতারা কি একটা বিবৃতি দেবেন, যাতে তারা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর নিন্দা করবেন এবং বলবেন, কেউ আসে বাসে আগুন দেবেন না, দিতেও দেবেন না৷? দেশের মানুষকে নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের, সরকার কি সেটা মনে রেখেছে?''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন