1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাজনৈতিক ইসলাম ইউরোপের জন্য হুমকি’

৪ নভেম্বর ২০২০

ফ্রান্স ও অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলার পর গোটা ইউরোপকে ‘রাজনৈতিক ইসলাম’ সম্পর্কে কড়া অবস্থান নেবার ডাক দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস৷ তাঁর মতে, এই মতাদর্শ ইউরোপীয় মূল্যবোধের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/3kqYV
ছবি: Lisi Niesner/REUTERS

সেবাস্টিয়ান কুয়র্ৎস মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে আরও কড়া মনোভাব নিয়ে ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ জার্মানির ‘ডি ভেল্ট' সংবাদপত্রকে তিনি বলেন, এ বিষয়ে সহিষ্ণুতা সম্পর্কে ভুল ধারণা শীঘ্র দূর হবে বলে তিনি আশা করেন৷ তাঁর মতে, ‘রাজনৈতিক ইসলাম' স্বাধীনতা ও ইউরোপীয় জীবনধারার জন্য কতটা বিপজ্জনক, ইউরোপের সব দেশ তা বুঝছে৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে ঐক্যবদ্ধ হয়ে কড়া হাতে ইসলামি সন্ত্রাস এবং সেই সমস্যার রাজনৈতিক ভিত্তি, অর্থাৎ ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং অন্য কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ রেখে তিনি বিষয়টি সমন্বয় করছেন, বলেন কুয়র্ৎস৷ অস্ট্রিয়া আসন্ন ইইউ শীর্ষ সম্মেলনগুলিতে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিচ্ছে৷

‘রাজনৈতিক ইসলাম’ ভাবধারার বিরুদ্ধে সংগ্রামের ডাক দিলেও অস্ট্রিয়ার চ্যান্সেলর একাধিক টেলিভিশন ভাষণে দেশে ঐক্যের ডাক দেন৷ তাঁর মতে, শত্রু হিসেবে ‘ইসলামিস্ট টেররিজম’ শুধু মৃত্যু ও কষ্ট দিতে চায় না, সেইসঙ্গে সমাজেও বিভাজন ঘটাতে চায়৷ তাঁর মতে, বিষয়টিকে মোটেই খ্রিস্টান ও মুসলিম অথবা অস্ট্রিয়ার মানুষ ও অভিবাসীদের মধ্যে সংঘাত হিসেবে দেখা উচিত নয়৷ সে বিষয়ে সচেতন থাকার ডাক দেন তিনি৷

মঙ্গলবারই তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী ভিয়েনার হামলার দায় স্বীকার করেছে৷ আইএস জানিয়েছে, গোষ্ঠীর মুখপাত্র বলে পরিচিত ‘আমাক’ নিহত আততায়ী আইএস মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে৷ সেইসঙ্গে আইএস নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে আতাতায়ীর একটি ভিডিও প্রকাশ করেছে আমাক৷ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আততায়ীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের বশে ১৪ জনকে আটক করা হয়েছে৷ সুইজারল্যান্ডেও দুই ব্যক্তিকে একই কারণে আটক করা হয়েছে৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)